বজ্রগর্ভে জমেছে মেঘ, কিছু সময়ের মধ্যেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে সামান্যতম আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটিয়ে বৃষ্টি ওয়ান ডে ম্যাচ খেললেও, উত্তরবঙ্গে কিন্তু টেস্ট ম্যাচের মতো টানা বৃষ্টি হয়েই চলেছে। আগামী ৫ ই জুলাই অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেই সঙ্গে জারী রয়েছে লাল সতর্কতাও। তবে সপ্তাহান্তে ধীরে ধীরে রাজ্যে (West bengal) বাড়বে বৃষ্টির পরিমাণ, বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির আশঙ্কা।

শহরের তাপমাত্রা
শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে হালকা মেঘ এবং হালকা রোদ বিরাজ করেছে। ভ্যাপসা, গুমোট গরমে ছেয়ে রয়েছে বাংলার সবর্ত্রই। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আজ শহরে রাতের তাপমাত্রা সামান্য হলেও কমতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

rainy day kolkata

সকাল থেকে হালকা মেঘলা আকাশ দেখা গেলেও, গরম কিন্তু বেশ ভালোই অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি জারী থাকবে। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর