নতুন বছরের শুরুতেই বাড়ল তাপমাত্রা! কনকনে শীতের আমেজে আবার কবে কাঁপবে বাংলা? ওয়েদার আপডেট

বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরটা শুরতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩ ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে দার্জিলিং-কালিম্পং-এর সঙ্গে দক্ষিণবঙ্গের ২ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২০.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৭%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%

আজকের আবহাওয়া : কলকাতা ও তার আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশায় ঢেকে যাবে গোটা বাংলা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। রবিবার, বছরের প্রথম দিনে যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অপরদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার শুকনো থাকলেও কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন বাংলার রাতের তাপমাত্রার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

weather 12 1

অপরদিকে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টি হয়েছে গতকাল রাতেও। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া : আগামী চার থেকে পাঁচদিন জেলায় জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে হালকা শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রা খুব একটা কমার পূর্বাভাস নেই। আপাতত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর