সুস্থ স্কুলে গেলেও শরীরে ক্ষত নিয়ে বাড়ি ফিরল নাবালক! সত্য প্রকাশ্যে আসতে ‘থ” পড়ুয়ার পরিবার

বাংলা হান্ট ডেস্ক: দেগঙ্গার সুবর্ণপুর এফপি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্র আর পাঁচটা দিনের মতই বৃহস্পতিবারও বাড়ি থেকে যায় স্কুলে। কিন্তু, স্কুল থেকে বাড়ি ফেরার পরেই রীতিমত আকাশ থেকে পড়েন ওই ছাত্রের পরিবারের লোকজনেরা। তার পেটে এবং মুখে ক্ষতের চিহ্ন দেখে চমকে যান সবাই। আর তারপরেই সামনে আসে মূল ঘটনা।

জানা গিয়েছে যে, ওই ছাত্রকে বেধড়ক মারধর করেছেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক। আর তারপরেই সুবর্ণপুর এফপি স্কুলে শুরু হয় তীব্র উত্তেজনা। এমনকি, ওই শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসীও।

ছাত্রটির পরিবারসূত্রে জানা গিয়েছে যে, প্রতিদিনের মত বৃহস্পতিবারও স্কুলে যায় সে। কিন্তু, ক্লাস চলাকালীন আম নিয়ে খেলছিল ছাত্রটি। আর এই ঘটনাই নজরে আসে প্রধান শিক্ষকের। তারপরেই রেগে গিয়ে ছাত্রটিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। এমনকি, গাছের ডাল দিয়েই তিনি নির্মম ভাবে মারধর করতে থাকেন বলে জানা গিয়েছে।

এরপরই পঞ্চম শ্রেণির ওই ছাত্র বাড়িতে এসে অভিভাবকদের কাছে বিষয়টি জানায়। পাশাপাশি, গুরুতর আহতও হয়ে পড়ে সে। তার মুখে এবং পেটে তৈরি হয় ক্ষত। এমতাবস্থায়, পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে।

সেখানেই প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয় ওই ছাত্রটির। এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি জানিয়ে দেগঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। যদিও, এরকম বেধড়ক মারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর