এবার বাড়ি বসেই মিলবে জাতি শংসাপত্র, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এই পরিষেবা

বাংলাহান্ট ডেস্ক : কাস্ট সার্টিফিকেট জোগাড় করার জন্য সরকারি দপ্তরের হন্যে দিয়ে ঘোরার দিন শেষ। জাতিগত শংসাপত্র এবার থেকে পাওয়া যাবে অনলাইন মাধ্যমে। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অনলাইন মাধ্যমে কাস্ট সার্টিফিকেট আগামী ১লা নভেম্বর থেকে উপলব্ধ হবে।

জানা গিয়েছে, এবার খুব সহজেই অনলাইন মাধ্যমে তা ডাউনলোড করা যাবে। এখন থেকে আর হাতে হাতে শংসাপত্রের হার্ডকপি দেওয়া হবে না। অনগ্রসর শ্রেণি কল্যাণ (Backward Classes Welfare Department) দফতর সূত্রে খবর, জাতিগত শংসাপত্রের জন্য যারা যোগ্য এবং সেই বিষয় যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে তাদের কাজকে সহজ করার জন্য এই উদ্যোগ।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, অনলাইনে কাস্ট সার্টিফিকেট পরিষেবা আগামী ১ লা নভেম্বর থেকে আরম্ভ হবে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোডের মাধ্যমে অতি অল্প সময়ে আবেদনকারী তার সার্টিফিকেট পেয়ে যাবেন। অন্যদিকে অনলাইন পরিষেবা শুরু হলে দপ্তরের আধিকারিকদের উপর চাপ অনেকটাই কমবে। পাশাপাশি কারোর যদি শংসাপত্র হারিয়ে যায় সেক্ষেত্রে অতি সহজেই অনলাইন মাধ্যমে পুনরায় সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

MAMATA BANERJEE MOBILE SCHEME

পাশাপাশি জানা গেছে, এতদিন জাতিগত শংসাপত্র এর আবেদন যাচাই করার পর স্বাক্ষরের জন্য পাঠানো হতো মহকুমা শাসকের কাছে। কিন্তু অনলাইন সিস্টেম চালু হলে সেখানে থাকবে ডিজিটাল সিগনেচার এর ব্যবস্থা। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। সরকারি ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর