মমতা ব্যানার্জির মতন মুখে নয়, সত্যি সত্যি পায়ে বল নিয়ে নাচিয়ে দেখালেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি নিজেই নিজেকে একজন ক্রীড়াপ্রেমী হিসাবে দেখার দাবি করে থাকেন। বিশেষ ক্ষেত্রে, বিশেষ উদ্দেশ্যে তাকে নানানরকম খেলা খেলতেও দেখা গিয়েছে। কখনও হয়তো ব্যাডমিন্টন আবার কখনও ফুটবল পায়ে নিয়ে শট মারতে দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে ইস্টবেঙ্গলের সংগ্রহশালা উদ্বোধনের অনুষ্ঠানে সামিল হয়ে আবারও একবার নিজের ক্রীড়াপ্রেম নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল মমতা ব্যানার্জিকে। এর আগে ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে থেকে বেশি কিছু বলার সুযোগ পাননি তিনি, ফিফার ভারতীয় ফুটবল সংক্রান্ত বিতর্কের কারণে। তবে ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে নিজের পরিচিত ছন্দেই মুখ খুলতে দেখা গেল তাকে।

তিনি লাল হলুদ তাঁবুতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ও মহামেডানকে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছিলেন এবং তার সাথে সাথে বলেছিলেন, “আমি খেলাধুলা ভালবাসি। সিপিএমের সময় ওদের গুন্ডাদের হাতের মার খেতে খেতে আমার দুটো পায়ে, হাতে এমনকি কোমরেও বাজে রকম চোট লেগেছিল। কিন্তু তাও মনের জোরে আমি এখনও খেলতে পারি। ছোটবেলায় কালীঘাটের আদি গঙ্গায় সাঁতার দিয়েছি তখন গাছও বাইতে পারতাম। এখনও মনের জোর আছে। বাড়িতে এখনও ইচ্ছা হলে ফুটবল পায়ে নিয়ে ১০০ বার নাচাতে পারি।”

তার এই মন্তব্য নিয়ে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলেছেন যে মুখে না বলে মমতা ব্যানার্জির উচিত সকলের সামনে একটি বল হাতে নিয়ে এসে একশো বার নাচিয়ে দেখানো। মমতা ব্যানার্জি সর্মথকরা অবশ্য তাকে সমর্থন করে বলেছেন যে, কেউ বললেই মুখ্যমন্ত্রী বল নিয়ে সকলের সামনে লোক হাসাতেও চলে আসবেন না। কিন্তু অবশেষে একজন মুখ্যমন্ত্রী নিজেই বল পায়ে নিজের স্কিল দেখালেন। তবে মমতা ব্যানার্জির মতো শুধুমাত্র মুখে নয় বরং বল পায়ে সত্যিই নিজের স্কিল সকলের সামনে প্রদর্শন করলেন মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ।

২০১৬ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার বীরেন। মাত্র ১৮ বছর বয়সেই বিএসএফের সুনজরে এসেছিলেন তিনি। বিএসএফের হয়ে তিনি দীর্ঘদিন ফুটবল খেলেন। সেই দলের হয়ে বীরেন ডুরান্ড কাপও জিতেছেন। এই মরশুমে কলকাতার পাশাপাশি ইম্ফল এবং গুয়াহাটিতে ১৩১ তম ডুরান্ডের ১০টি করে ম্যাচ আয়োজিত হচ্ছে। ফুটবলের প্রচারের উদ্দেশ্যে টুইটারে এই ভিডিওতে সকলের সামনে বল পায় নিজের স্কিল প্রদর্শন করেছেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর