উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ, এগিয়ে কোন জেলা? এভাবে দেখুন রেজাল্ট

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। ফল প্রকাশ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination)। পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিন পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে রেজাল্ট বের করা হয়। ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টচার্য জানান, এই বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি পাশের হার দাঁড়িয়েছে ৯০%।

কেবলমাত্র ৪ জনের অসম্পূর্ণ ফলাফল সামনে এসেছে। পাশের হারের নিরিখে প্রথম স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। এরপর দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর। তাছাড়া, পরপর কালিম্পং, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম রয়েছে। প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন। হুগলি থেকে ১৩ জন । বাঁকুড়া ১০ জন। কলকাতা ৫ জন ।

আরোও পড়ুন : ১০ বছর আগে ডোনার কাছে বিশেষ আবদার ছিল সৌরভের! দাদার কথায়..‘ও আয় করবে, আর আমি…’

উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস (৪৯৬)। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সৌম্যদীপ সাহা (৪৯৫), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত (৪৯৪)। এদিকে, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ (৪৯৩)। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচী রায় তালুকদার (৪৯৩)। পঞ্চম স্থানে স্কটিশচার্চ কলেজিয়েটের শৌনক কর (৪৯২)।

আরোও পড়ুন : মঞ্চে দাঁড়িয়ে নখ কাটাই কাল হল অরিজিতের! জুটল অপেশাদার তকমা, গায়কের ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে

সূত্রের খবর, এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। আজ ফল ঘোষণা হলেও, দু’দিন পর, অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা। ১০-১৩ মে’র মধ্যে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানানো যাবে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে পরীক্ষার্থীদের হাতে চলে আসবে রিভাইজ রেজাল্ট। যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha।

exam result release

অনলাইনে রেজাল্ট দেখতে প্রথমে এই ওয়েবসাইটগুলির যে কোনও একটিতে লগ ইন করতে হবে। হোম পেজে ঢুকলেই স্ক্রিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examinations 2024। একে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে ছাত্র-ছাত্রীদের। এর পর সাবমিট অপশানে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর