মোটা টাকার বেতনে পশ্চিমবঙ্গের স্কুলে চাকরির সুযোগ, বহু শূন্যপদে হচ্ছে নিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: DAV Public School-এ এবার রয়েছে বহু চাকরির সুযোগ। ইতিমধ্যেই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রায় শতাধিক শূন্যপদে করা হবে নিয়োগ। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (PGT), ট্রেনিং গ্র্যাজুয়েট শিক্ষক (TGT), প্রাইমারি শিক্ষক, লাইব্রেরিয়ান এবং নন-টিচিং স্টাফ সহ একাধিক পদে আপাতত রয়েছে শূন্যপদ।

বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হল। পাশাপাশি, যে সমস্ত শূন্যপদে নিয়োগ হবে তার বিস্তারিত বিবরণও দেওয়া হল:

PGT: ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হিন্দি, বাণিজ্য, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শারীরিক শিক্ষা, অঙ্কন

TGT: ইংরেজি, বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত, বাংলা, কম্পিউটার বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা এবং শারীরিক শিক্ষা

প্রাথমিক: ইংরেজি, বিজ্ঞান, গণিত, ইভিএস/সামাজিক বিজ্ঞান, হিন্দি, সংস্কৃত, বাংলা, কম্পিউটার বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য, চারুকলা, শারীরিক শিক্ষা, সুস্থতা শিক্ষক, বিশেষ শিক্ষাবিদ, গ্রন্থাগারিক

নন-টিচিং পোস্ট: এলডিসি, ইউডিসি, সহকারী, ফন্ট অফিস সহকারী/ রিসেপশনিস্ট, নেটওয়ার্ক সহকারী, নার্স, ল্যাব সহকারী, লাইব্রেরি সহকারী, কম্পিউটার অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার

আবেদনকারীর যোগ্যতা:

PGT: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর + B.Ed + CBSE/ICSE-এর সিনিয়র সেকেন্ডারি ক্লাসে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

TGT: কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর + B.Ed + মাধ্যমিক বিদ্যালয়ে (CBSE/ICSE) ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

সঙ্গীত/নৃত্য শিক্ষক: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত/নৃত্যে স্নাতক হতে হবে।

পেইন্টিং: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BFA/BVA থাকতে হবে।

শারীরিক শিক্ষা: স্বীকৃত বোর্ড থেকে B.P.Ed/M.P.Ed করতে হবে।

প্রাথমিক শিক্ষক: কমপক্ষে ৫০% নম্বর সহ স্নাতক + B.Ed + ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা (CBSE/ ICSE স্কুলে) থাকতে হবে।

মনোবিজ্ঞান শিক্ষক: মনোবিজ্ঞানে স্নাতক/ স্নাতকোত্তর বা চাইল্ড ডেভেলপমেন্টে স্নাতকোত্তর বা কেরিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিংয়ে ডিপ্লোমা সহ স্নাতক/ স্নাতকোত্তর থাকতে হবে।

স্পেশাল এডুকেটর: স্নাতক এবং বিএড (স্পেশাল এডুকেশন) অথবা বিশেষ শিক্ষায় ১ বছরের ডিপ্লোমা সহ বিএড থাকতে হবে।

গ্রন্থাগারিক: M.L.I.S/ B.L.I.S + CBSE/ ICSE স্কুলে ৩ বছরের অভিজ্ঞতা।

নন-টিচিং পোস্ট: স্নাতক/ কম্পিউটার/ জিএনএম/ বিএসসি/ ডিপ্লোমা ইন সিভিল। পদ অনুযায়ী থাকতে হবে এগুলি।

images 1 33

উপরিউক্ত পদগুলিতে ৩৫ বছর বয়সের মধ্যে যে কেউই আবেদন করতে পারেন। আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত উভয়ের জন্যই ৩০০ টাকা করে আবেদন ফি অনলাইন মারফত জমা দিতে হবে।

পাশাপাশি, এক্ষেত্রে বেতনক্রম সপ্তম পে কমিশনের ভিত্তিতে প্রদান করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে প্রার্থীদের।

এখানে আবেদন করা যাবে চলতি মাসের ৩ তারিখ থেকে। পাশাপাশি, এটি চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। www.davwbzone.org এই ওয়েবসাইট মারফত বিশদে জানতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর