বড় খবর : বাংলায় ভোটের দিন ঘোষণা করে দিলো নির্বাচন কমিশন, এই দিন থেকে শুরু হবে ভোট

পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনগুলির তারিখ ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রধান সুনীল অরোরা ৫ টি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার দিনক্ষণ ঘোষণা করেন। জানিয়ে দি, ৫ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অসম, তামিলনাড়ু, পদুচেরি ও কেরল রয়েছে।

বাংলায় বুথের সংখ্যা ৩১.৬৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় বুথের সংখ্য ১ লক্ষ ১ হাজার ৯১৬ থাকবে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ছিল ৭৭ হাজার ৪১৩ টি।

Untitled design 51

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট হবে। প্রথম দফা ২৭ মার্চ ভোট হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় দফা ১ এপ্রিল। প্রায় ১ মাস ধরে পশ্চিমবঙ্গে ভোট হবে।

কোডিভ পরিস্থিতির জন্য বাড়ি বাড়ি প্রচারের জন্য ৫ জনের সংখ্যা বেঁধে দিয়েছে কমিশন। একইভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থী সহ ২ জন সংখ্যা বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন। পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত ভোট কর্মীদের টিকাকরন করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে নেমে পড়েছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তেমনই আরেকদিকে বিজেপি এবং বাম কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত খবর