‘পার্টি অফিসের একটাও চেয়ার ভাঙলে, পুলিশের মাথা ভাঙব’, বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে চড়ছে উত্তেজনার পারদ। দিকে দিকে চলছে সভা সমাবেশ। এরই মধ্যে আবারও অস্বস্তিতে পড়ল তৃণমূল (tmc)। কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা কাজল সিন্হা। পরে অবশ্য তাঁর কাজের জন্য ক্ষমাপ্রার্থনা চেয়ে নেন তৃণমূলনেতা।

ঘটনাটি ঘটে বিলকান্দা এলাকায়। সোমবার ওই এলাকায় বক্তব্য রাখতে গিয়েছিলেন তৃণমূল নেতা কাজল সিন্হা। সেখানে গিয়েই যত বিপত্তি। সেখানে মাইক হাতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার ছেলেদের মারধর করা হলে, আর আমি কিন্তু তা চুপচাপ বসে দেখব না। এতোটাও ভালো মানুষ আমি নই। পার্টি অফিসের একটা চেয়ারও যদি ভাঙে, তাহলে পুলিশের মাথা ভাঙব। ২ রা মের পর কিন্তু আর নির্বাচন কমিশন থাকবে না, এটা মনে রাখবেন পুলিশ কর্মীরা’।

vvjvjhvcjhvj

কর্মীসভায় দাঁড়িয়ে তৃণমূল নেতার এমন বক্তব্য দেওয়ার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। শুরু হয় রাজনৈতিক তর্জাও। পাল্টা আক্রমণ করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহও। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল নেতা কাজল সিন্হার এই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাব’।

পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নামেন তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। নির্বাচনের মুখে দলকে অস্তত্বি থেকে বাঁচাতে তিনি বলেন, ‘বক্তৃতা দেওয়ার সময় মাথা গরম হয়ে যাওয়ায় এমন বেফাঁস মন্তব্য করে ফেলেছেন কাজল সিন্হা’।

এই ঘটনার পর সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় খবর সম্প্রচারিত হওয়ার পর এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তৃণমূল নেতা কাজল সিন্হা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর