আবাস যোজনা নিয়ে আরও কড়া পদক্ষেপ! বাড়ি তৈরিতে নয়া নিয়ম জারি করল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে বারংবার প্রকাশ্যে উঠে আসছে বঙ্গের আবাস দুর্নীতি। সেই নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিরুদ্ধে চড়াও হয়েছে বিরোধী শিবির থেকে শুরু করে রাজ্যের আম জনতা। এবার সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য। বরাদ্দ অর্থেই তৈরি করতে হবে আবাস যোজনার বাড়ি ( Awas Yojana House), এমনই কড়া নির্দেশ দিল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Mazumdar)।

আর কী কী নিয়ম জারি করল রাজ্য? রাজ্য সরকার জানিয়েছে, সরকার তরফে বরাদ্দ করা অর্থেই তৈরি করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। অর্থাৎ, নিজের মনমত অতিরিক্ত টাকা খরচ করতে বাড়ি বানাতে পারবেন না উপভোক্তারা। পাশাপাশি, সরকারি নিয়মানুসারে ২৭০ বর্গফুটের বেশি আয়তনের বাড়ি বানাতে পারবেন না উপভোক্তারা।

আর এই সমস্ত বিষয় যাতে যথাযতভাবে পালন করা হয় তা নজর রাখবে খোদ রাজ্য সরকার। সরকারি দল রাজ্য জুড়ে ঘুরে ঘুরে এই পুরো বিষয়ে নজরদারি চালাবে। প্রসঙ্গত, পূর্বেই রাজ্য সরকার জানিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার ৯০ দিনের মধ্যেই শেষ করতে হবে বাড়ি তৈরির সম্পূর্ণ কাজ। এই প্রসঙ্গে, বাংলার পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ‘কেন্দ্রীয় সরকার নানা কারণে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে অতীতে। এ বার যাতে কোনও রকম অজুহাত খাড়া করতে না পারে, তাই জন্যই এই সিদ্ধান্ত৷’

pmayn

উল্লেখ্য, আবাস যোজনায় পশ্চিমবঙ্গের জন্য ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জনের ঘর তৈরির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল মোদী সরকার। তালিকা যাচাইয়ের পর নাম বাদ দিয়ে ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৫ জন উপভোক্তার বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্র তরফে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর