২০২৪ এ এত্ত দিন বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি! সরকারি তালিকা দেখলে খুশি হবেন

বাংলা হান্ট ডেস্ক : ২৩ পেরিয়ে বর্তমানে ২৪ এর পথে। চোখের পলকে যেন কেটে গেল একটা গোটা বছর। সময় যে কোন দিক দিয়ে দৌড়য় টেরই পাওয়া যায় না। নভেম্বর প্রায় শেষ হতে চলল, হাতে একটা মাস তারপরই নতুন বর্ষ। এরই মধ্যে চলতি বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আগামী বছরের ছুটির তালিকা (2024 West Bengal Holiday List) প্রকাশ করল নবান্ন (Nabanna)।

সাধারণত প্রতি বছরেই একটি বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সেই তালিকা অনুসারেই গোটা বছর ধরে বিভিন্ন কারণে ছুটি পান সরকারি কর্মী থেকে ছাত্রছাত্রীরা। এই ছুটির ক্যালেন্ডার মেনেই বন্ধ থাকে স্কুল কলেজ। আবার অনেক সময় প্রয়োজন মত বাড়তি কিছু ছুটিও দিয়ে থাকে রাজ্য।

   

আরও পড়ুন: আজকের রাশিফল ৩০ নভেম্বর বৃহস্পতিবার, মা লক্ষ্মীর কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে তিন রাশির

২০২৪ সালে কোন কোন দিন ছুটি থাকছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক তালিকা

স্বামী বিবেকানন্দের জন্মদিন – ১২ জানুয়ারি (শুক্রবার)
নেতাজি জয়ন্তী – ২৩ জানুয়ারি (মঙ্গলবার)
সাধারণতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি (শুক্রবার)
সরস্বতী পুজো – ১৪ ফেব্রুয়ারি (বুধবার)
দোলযাত্রা – ২৫ মার্চ (সোমবার)
গুড ফ্রাইডে – ২৯ মার্চ (শুক্রবার)
ইদ-উল-ফিতর – ১১ এপ্রিল (বৃহস্পতিবার)
শ্রমিক দিবস – ১ মে (বুধবার)
রবীন্দ্র জয়ন্তী – ৮ মে (বুধবার)
বুদ্ধপূর্ণিমা – ২৩ মে (বৃহস্পতিবার)
বকরি ইদ – ১৭ জুন (সোমবার)
মহরম – ১৭ জুলাই (বুধবার)
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট (বৃহস্পতিবার)
গান্ধী জয়ন্তী + মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)
গুরু নানকের জন্মদিন – ১৫ নভেম্বর (শুক্রবার)
ক্রিসমাস – ২৫ ডিসেম্বর (বুধবার)

রাজ্য সরকারের তরফে প্রকাশিত তালিকা অনুসারে, আগামী বছর ২০২৪ সালে মোট ৪৫ দিনের ছুটি থাকছে।

mamata nabanna

২০২৪ সালে দুর্গাপুজোর ছুটির তালিকা

আগামী বছর চতুর্থীর দিন থেকেই পুজো। তবে তার আগে দ্বিতীয়া ও তৃতীয়া পড়েছে শনি ও রবিবার। অর্থাৎ দ্বিতীয়া থেকেই ছুটি শুরু। পুজোর ছুটির পর লক্ষ্ণী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের দু’দিন ছুটি অর্থাৎ ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে পুজোতে সরকারি কর্মীরা সেই দ্বিতীয়া থেকে শুরু করে মোট দুসপ্তাহের ছুটি উপভোগ করতে পারবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর