স্বামীর দোকান থেকে লটারি কিনে খুলল ভাগ্যের তালা, ৬০ টাকায় রাতারাতি কোটিপতি বাংলার গৃহবধূ

বাংলাহান্ট ডেস্কঃ স্বামীর দোকান থেকে কিনেছিলেন লটারি টিকিট (lottery ticket)। আর সেই টিকিটেই হল বাজিমাৎ। স্ত্রী জিতে গেলেন প্রথম পুরস্কার এক কোটি (Crore) টাকা। রাতারাতি বদলে গেল উত্তরবঙ্গের মালবাজারের (malbazar) দম্পতির জীবন। আর পুরস্কার জিতেই পুলিশের দারস্থ হল এই দম্পতি।

উত্তরবঙ্গের মালবাজারের নাগরাকাটা মডেল ভিলেজের বাসিন্দা উমা থাপা টেলারিং-র কাজ করেন। ওই এলাকাতেই তাঁর স্বামীর একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে। আর সেই দোকানের পাশাপাশি উমা থাপার স্বামী লটারির টিকিটও বিক্রি করেন।

Lottery 1

স্বামীর দোকান হওয়ায় সেখান থেকে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন উমা থাপা। তেমনই মঙ্গলবার রাতেও রোজকারের মতই স্বামীর দোকান থেকে ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন উমা। তবে কোনদিনই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেন না তিনি।

ওইদিনই রাত ৯ টা নাগাদ খেলা শেষে ফলাফল বেরোনর পর স্ত্রীর কাছ থেকে লটারির টিকিট চেয়ে নম্বর মিলিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় উমার স্বামীর। দেখা যায় প্রথম পুরস্কার এক কোটি টাকাই বেঁধে গিয়েছে তাঁরা। কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখলেও, রাতারাতি তাঁরা কোটিপতি হয়ে যায়। আর এই পুরস্কার জিতে আনন্দে আত্মহারা হয়ে যান তাঁরা।

এই অর্থ জিতে উমা জানিয়েছেন, ‘এই অর্থ দিয়ে ছেলেমেয়েদের পড়াশুনা করাব। আর বাকি অর্থ দিয়ে বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরি করব’। কোটি টাকা জিততেই অন্য এক আতঙ্ক গ্রাস করেছে থাপা পরিবারকে। সেই কারণে নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থও হয় তাঁরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর