পশ্চিমবঙ্গ জুড়ে কাল কড়া লকডাউন, নতুন নিয়ম; এক নজরে জেনে নিন কি কি পরিষেবা পাওয়া যাবে

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে (west bengal) করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে আগামী কাল থেকে প্রতি সপ্তাহে নিয়ম করে করা লকডাউন জারি করেছে মমতা সরকার (mamata government)। গত লকডাউনে পাওয়া গিয়েছে এমন অনেক পরিষেবাই পাওয়া যাবে না নতুন লকডাউনে। এক নজরে জেনে নিন কাল কি কি পরিষেবা পাওয়া যাবে, আর কোন কোন পরিষেবা বন্ধ থাকছে

mamata lockdown

  • কোন কোন পরিষেবা পাওয়া যাবে

স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ রূপে খোলা থাকছে। অ্যাম্বুল্যান্স পরিষেবাও পাওয়া যাবে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই। খোলা থাকবে সমস্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান।

পুলিশ, আদালত, সংশোধনাগার, দমকল ও জরুরিকালীন সমস্ত পরিষেবাই খোলা থাকছে এই নতুন লকডাউনে। পাশাপাশি পরিষেবা চালু থাকছে বিদ্যুৎ ও জলের ক্ষেত্রেও। দুধ, গ্যাসের দোকানও খোলা থাকছে কাল।

ইন হাউজ কর্মীদের নিয়ে শিল্পোৎপাদনে কোনো বাধা নেই। সমস্ত রকম কৃষিকাজ ও চা বাগানের কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে ও ভিতরে পণ্য পরিবহণে ছাড় রয়েছে।

সেবির (SEBI) নির্দেশ মেনে ই-কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট খোলা থাকছ্র আগামী কাল। সংবাদমাধ্যমও নিজেদের কাজ করতে পারবে

খাবারের হোম ডেলিভারি চালু থাকবে। খোলা থাকবে পেট্রল পাম্পও। লকডাউনে জরুরি ভিত্তিতে রাস্তায় বের হওয়া গাড়িগুলিকেই শুধু তেল বিক্রি করা হবে

  • কোন কোন পরিষেবা পাওয়া যাবে না

রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক
সরকারি-বেসরকারি অফিস
গণপরিবহণ
উপরের তালিকায় উল্লিখিত দোকান বাদে সমস্ত দোকান, বাজার, সুপার মার্কেট, শপিং মল
পোস্ট অফিস।
ধর্মীয় স্থল

গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছেন এই সপ্তাহে বৃহস্পতি ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। এছাড়াও আজ নবান্ন (Nabanna) থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়। ইন্টিগ্রেটেড হেল্পলাইন নম্বর 1800313444222, 03323412600। অ্যাম্বুলেন্সের হেল্পলাইন নম্বর 03340902929 এবং ফোন করে ওষুধ পাওয়া জন্য 03323576001 নাম্বারের ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর