হাসপাতালের নরম গদি অতীত, ইডি দফতরে মাটিতে বিছানা! প্রথম রাত কেমন কাটল জ্যোতিপ্রিয়র?

বাংলা হান্ট ডেস্ক: সোমবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম ইডি (ED) হেফাজতে রাত কাটল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)। সোমবার রাতেই বেসরকারি হাসপাতাল থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। প্রথম রাত কেমন কাটল বনমন্ত্রীর?

সূত্রের খবর, রাতে বাড়ির খাবারই খান জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর চারটি ওষুধ খেয়েছেন। ইডি হেফাজতে বালুর প্রথম রাত কেটেছে মাটিতে শুয়েই। তাঁর শোয়ার জন্য মাটিতে পেতে দেওয়া হয়েছিল একটি গদি। যদিও রাতে বালুর ঘুম হয়নি বলেই খবর। রাতভর তিনি হাঁটাচলা করেছেন, ভোরের দিকে ঘুমিয়েছেন তিনি। এরপর মঙ্গলবার সকাল সকালই উঠে পড়েন বনমন্ত্রী (Forest Minister)।

সকাল আটটা নাগাদ খালি পেটে তিনটি ওষুধ খান জ্যোতিপ্রিয়। এরপর তাঁকে চিনি ছাড়া লিকার চা, সঙ্গে সুগার ফ্রি বিস্কুট এবং পাউরুটি দেওয়া হয়।

সূত্রে খবর, এরপর থেকেই তাঁকে জেরা করা শুরু করেছেন ইডির তদন্তকারীরা। তাঁর আপ্ত-সহায়ক এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahaman) সঙ্গেও মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে। রেশন বণ্টনে (Ration Scam) অব্যবস্থা নিয়ে মন্ত্রীকে জেরা করা হচ্ছে।

jyotipriya

সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁর নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) এবং রাজ্য পুলিশের কনস্টেবল। আগামী ১০ দিন এই সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতেই থাকবেন বনমন্ত্রী। হেফাজত শেষে জেরায় কী কী তথ্য উঠে আসে, সেগুলি নিয়ে ফের আদালতের দ্বারস্থ হবে কেন্দ্রীয় সংস্থা।

Avatar
Monojit

সম্পর্কিত খবর