গ্রাম বাংলায় তৃণমূলের দাপট! ব্যাপক উত্থান বিজেপিরও, কী অবস্থা বামেদের? পঞ্চায়েতের লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ ঘড়ির কাঁটায় ৬টা পার! শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আজ তার ফলাফল। সকাল ৮টা থেকে চলছে গণনা। যদিও ভোটের পাশাপাশি গণনার দিনও অশান্তি অব্যাহত। সকাল হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব বিরোধীরা। তবে হিংসা, অশান্তি, গন্ডগোলের মাঝেই এখনও পর্যন্ত যেই ছবি উঠে আসছে তাতে গাম বাংলার নির্বাচনে তৃণমূলের জয়জয়কার।

তবে চমকে দিচ্ছে বিজেপিও (BJP)। গণনার প্রথম দিকে বাম-কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও বর্তমানে বদলে গিয়েছে সেই চিত্র। দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া গণনায় দেখা যায়, অনেকটাই এগিয়ে গেছে বিজেপি। এখনও পর্যন্ত সেটাই চলছে। অন্যদিকে বিরাট ব্যবধানে এগিয়ে এখনও প্রথম স্থানে শাসকদল।

এক নজরে দেখে নিন বেলা ৫.৫০ টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের আপডেট:
•তৃণমূল ইতিমধ্যেই জয়ী হয়েছে ১৮৫৮২ টি আসনে।
এগিয়ে ২৬৪৯টি তে।

•বিজেপি
জয়ী ৪৪৭৭
এগিয়ে রয়েছে ৬৫৩টি আসনে।

•সিপিআই
জয়ী ১২টি আসনে
এগিয়ে ০২টি তে।

•সিপিএম
জয়ী ১৪২৭ টি
এগিয়ে ৪৫৪ টি আসনে

•কংগ্রেস
জয়ী ১০৭১টি তে
এগিয়ে ২২৬ টি

•ফঃবঃ
জয়ী ২৫ টি আসনে
এগিয়ে ১১ টি তে।

•আর‌এসপি
জয়ী – ৪০ টি আসনে
এগিয়ে – ২১ টি তে।

•অন্যান্য
জয়ী ৪৭৬টি তে।
এগিয়ে ৬৩ আসনে।

•নির্দল
জয়ী ১০৬২
এগিয়ে ১৭৮ টি আসনে

ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৭৬টিই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে।

WB9

সর্বশেষ পাওয়া পঞ্চায়েত সমিতির আপডেট:

•তৃণমূল
জয়ী ১১৮
এগিয়ে ১২৯

•বিজেপি
জয়ী ০
এগিয়ে ১০

•সিপিআই
জয়ী ০
এগিয়ে ০

•সিপিএম
জয়ী ০১
এগিয়ে ০৫

•কংগ্রেস
জয়ী ০
এগিয়ে ১

•ফঃবঃ
জয়ী ০
এগিয়ে ০

•আর‌এসপি
জয়ী – ০
এগিয়ে – ০

•অন্যান্য
জয়ী ৩
এগিয়ে ১

•নির্দল
জয়ী ০
এগিয়ে ০২

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর