SSC দুর্নীতি মামলায় ছাড় পেলেন না শিক্ষাসচিবও! CBI-র তলবে হাজিরা নিজাম প্যালেসে

বাংলাহান্ট ডেস্ক : শনির দশা যেন পিছু ছাড়ছে না এসএসসির (SSC)। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) পক্ষ থেকে জেরার জন্য ডেকে পাঠানো হয় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনকে। সেই মোতাবেক নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছেছেন রাজ্যের শিক্ষা সচিব।

সিবিআইয়ের তরফ থেকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলায় মণীশ জৈনকে। বেলা সাড়ে ১১ টার মধ্যেই হাজির হন কলকাতার সিবিআই দপ্তরে। সূত্রের খবর অনুযায়ী, এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় প্রথম থেকেই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই ইতিমধ্যে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্য সদস্যদের জেরা করে ফেলেছে। সিবিআই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এসএসসির উপদেষ্টা কমিটির কিছু নথিতে স্বাক্ষর মিলেছে মণীশ জৈনের। এই বিষয়টি নিয়ে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করবে তারা। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে উপদেষ্টা কমিটির পরিচালনা এবং কাজ করার ধরনের বিষয়। কার নির্দেশে মূলত উপদেষ্টা কমিটি চালিত হতো সেই বিষয়ক জিজ্ঞাসা করা হবে মণীশ বাবুকে।

প্রসঙ্গত এসএসসি নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। এসএসসি পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, নিয়ম মেনে নিয়োগ করা হয়নি। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে তদন্তভার সিবিআই কে দিয়েছে। সিবিআই ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ার ম্যান শান্তি প্রসাদ সিংহকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর