এক মাসে ৩ বার! খরচ সামলাতে বাজার থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : আয়ের চেয়ে ব্যয় বেশি! একমাসে দুবার বাজার থেকে ঋণ নিয়েও খরচ চালাতে পারছে না পশ্চিমবঙ্গ। তাই এবার একই মাসে তিন তিনবার ঋণ নিলে হল বাজার থেকে। এই মুহুর্তে চলতি মাসে মোট ঋণের পরিমান ৬৫০০ কোটি টাকা।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, সোমবার বাজার থেকে ২৪,৬৩৯ কোটি টাকা ঋণ নেয় ১৪টি রাজ্য। এই তালিকায় সর্বোচ্চ ঋণগ্রহীতা রাজ্যটি হল উত্তরপ্রপদেশ। তালিকায় তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। ঋণের পরিমান ৩ হাজার কোটি টাকা।

গত ১৮ জানুয়ারিও বাজার থেকে মোট ২০,৬৫৯ কোটি টাকা ঋণ নেয় ১২টি রাজ্য। তার মধ্যে পশ্চিমবঙ্গের বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা। সেই সময়ও সর্বোচ্চ পরিমাণ ঋণ পায় উত্তরপ্রদেশ। ১৮ই জানুয়ারি আবারও ৩ হাজার কোটি টাকার ঋণই পায় তারা। এর আগে ৬ জানুয়ারি ৯টি রাজ্য মোট ১৯,৩৪০ কোটি টাকা ঋণ নেয়।

সেই সময় ২৫০০ কোটি টাকা ঋণ নিয়ে প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। বিগত মাসেও দুই দফায় বাংলার ঋণের বোঝা ছিল ৬৫০০ কোটি টাকা।অর্থিনীতিবীদদের দাবি, বিগত ১০ বছরে রাজ্যে হুহু করে বেড়েছে পরিকল্পনা বহির্ভূত খরচ। খরচ চালাতে রাজ্যের একমাত্র ভরসা আবগারি দপ্তর। তাই সবকিছু সামলাতে না পেরে বিপুল পরিমাণ ঋণ নিতে বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গ।

ঠিক কতখানি বেড়েছে রাজ্যের ঋণের বোঝা তা এই পরিসংখ্যানটি দেখলেই বোঝা যাবে। ২০১১ সালে রাজ্যের মোট ঋণের পরিমান ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা। কিন্তু মাত্র ১০ বছরের মধ্যে ২০২০-২০২১ অর্থবর্ষে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর