কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য! ব্যাঙ্ক জালিয়াতি ও জাল নোটের কারবারে “ভারতসেরা” পশ্চিমবঙ্গ

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau, NCRB)-র একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে, ভারতের সব থেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা (Kolkata)। এমনকি, গত বছরও দেশের সবথেকে নিরাপদ শহর হিসেবে বিবেচিত হয়েছিল তিলোত্তমা। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই পরপর দু’বার এই শিরোপা পেয়ে গর্বের শেষ ছিল না রাজ্যবাসীর। তবে, সেই রেশ বেশিদিন স্থায়ী হল না।

কারণ, NCRB-র সাম্প্রতিক রিপোর্টে এবার এমন এক তথ্য উঠে এসেছে যেটি শোনার পর রীতিমতো ঘুম উড়ে যাবে আপনার। মূলত, সদ্য প্রকাশিত NCRB-র রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত বছর দেশে স্থিত অন্যান্য রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত অপরাধের অভিযোগ সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে শুধুমাত্র গত বছরেই ব্যাঙ্ক জালিয়াতি এবং জাল নোট সংক্রান্ত মোট ৮২ টি অভিযোগ সামনে উঠে এসেছিল। এদিকে, বাংলার পরেই এই তালিকায় রয়েছে অসম। সেখানে গত বছর মোট ৭৫ টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। পাশাপাশি, তিন নম্বরে রয়েছে দেশের দক্ষিণপ্রান্তের রাজ্য তামিলনাড়ু। সেখানে অভিযোগের সংখ্যা ছিল ৬২।

এদিকে, মনে করা হচ্ছে যে যেহেতু, পশ্চিমবঙ্গের পাশ দিয়েই চলে গিয়েছে বাংলাদেশ এবং নেপালের মত দেশগুলির আন্তর্জাতিক সীমান্ত সেই কারণেই সীমান্তকে কাজে লাগিয়ে প্রচুর জাল নোট এই রাজ্যে লেনদেন হয়। যদিও NCRB-র রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, এই তালিকায় মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশও উপরের দিকেই জায়গা করে নিয়েছে।

MONEY NEWS 1 3

প্রসঙ্গত উল্লেখ্য, ওই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ভারতে মোট ৬৮৮ টি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, প্রায় ২০ কোটির টাকারও বেশি জাল নোট বাজেয়াপ্তও করা হয় গত বছর। এদিকে, ২০২০ সালে ভারতে এই অপরাধ সংক্রান্ত নথিভুক্ত অভিযোগের সংখ্যা ছিল ৬৩৭ টি। পাশাপাশি, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১,০৩৪ টি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর