দুর্দান্ত খবর দিল হাইকোর্ট! কপাল খুলছে উচ্চ প্রাথমিকের আবেদনকারীদের, নয়া নির্দেশে যা জানা গেল…

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে আন্দোলন চলছে। এবার পুজোর মুখে বড় সুখবর উচ্চপ্রাথমিক পরীক্ষার্থীদের জন্য। উচ্চ প্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরুতে কার্যত আর কোনও বাধা রইল না।  কাউন্সেলিংয়ের জন্য আজ সবুজ সঙ্কেত দিয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে অবশেষে কাউন্সেলিংয়ের জন্য ছাড়পত্র পেল স্কুল সার্ভিস কমিশন। তবে ছাড়পত্র পেলেও থাকছে কিছু  শর্ত। শর্ত অনুযায়ী কাউন্সেলিং হলেও এখনই চাকরি সুপারিশ করতে পারবে না এসএসসি। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি।

আরোও পড়ুন : বঙ্গবাসীর জন্য দুর্দান্ত খবর! পুজোর আগেই হু হু করে নামছে দাম; চিকেন, মাটন ছেড়ে এবার ইলিশ খান

চলতি বছরেই প্রায় ১৪০০০ শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় এসএসসি। তোরজোর শুরু হয় হাইকোর্টের নির্দেশেই। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আবেদন করে স্কুল সার্ভিস কমিশন। “মেধাতালিকা প্রস্তুত, আদালত অনুমতি দিলেই নিয়োগ শুরু হতে পারে।” এমনটাই  জানিয়েছিল কমিশন।

 আরোও পড়ুন: তেজে’র সামনে এবার কাঁপবে বাংলা! পুজোর মুখেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, সতর্কতা IMD’র

তবে,উচ্চ প্রাথমিকে বেনিয়মের অভিযোগে ২০২০ সালের ১১ ডিসেম্বর প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরির নির্দেশ দিলেও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, পরবর্তীকালে সেই মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেখানে নিয়োগ প্রক্রিয়ায় কোন স্থগিতাদেশ না থাকলেও যাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ শোনার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত।

Teachers will be appointed in huge vacancies

সেই নির্দেশকে  চ্যালেঞ্জ করে মামলা হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। নতুন প্যানেল তৈরির জন্য গাইডলাইন বেঁধে দেয় ডিভিশন বেঞ্চ। এবং জানায় যে আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না। তারপর কমিশন জানায় যে প্যানেল তৈরি, শুধু  আদালতের অনুমোদন প্রয়োজন। বিচারপতির তালুকদারের অবসরের পর মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর