ওয়েস্ট ইন্ডিজ সফর তরুণদের জন্য বড় সুযোগ, মত শিখর ধাওয়ানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ড সফর শেষে এবার ভারতীয় দলকে ওয়েস্টইন্ডিজ উড়ে যেতে হবে। ইংল্যান্ড সফরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে ভারতীয় দল। একমাত্র টেস্ট ম্যাচটিতে হারের মুখ দেখতে হলেও বাটলারের নেতৃত্বাধীন ওডিআই এবং টি-টোয়েন্টি দলকে ২-১ ফলে হারিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

তিন ম্যাচের ওডিআই সিরিজে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পেতে চলেছেন ভারতীয় দলে। কারণ এই সময়ে রোহিত শর্মা, বুমরা, রিশভ পন্ত, বিরাট কোহলির মত অনেক সিনিয়র তারকারা বিশ্রামে থাকছেন। শিখর ধাওয়ান এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক। তিনি তরুণদের নিয়ে আশাবাদী। তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়া মাত্র নিজের যোগ্যতা প্রমাণ করতে বলেছেন তিনি।

ধাওয়ানের মতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দলের ফলাফল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে ভালো খেলতে। যারা নিয়মিত সুযোগ পান না তাদের নিয়মিত হয়ে ওঠার সুযোগ দেবে এই ক্যারিবিয়ান সফর। সেই সঙ্গে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর