নবান্নে মমতা-শাহ একান্ত বৈঠকে কী নিয়ে আলোচনা? জানালেন খোদ বিরোধী দলনেতা

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সাক্ষাৎ বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সাথেও। সেই শাহ সফর নিয়ে শনিবার দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। এদিন ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে বাংলার মাটিতে পা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধুই কী তাই! মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের ১৪ তলায় একান্ত বৈঠকও করেন বিজেপির অমিত শাহ।

এরপরই সেই বৈঠক নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। একান্ত বৈঠক শেষে অমিত শাহকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন বিজেপির দুই সৈনিক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানেই বৈঠকে আলোচনার বিষয় প্রসঙ্গে খানিক খোলসা করলেন বিরোধী দলনেতা। এদিন বৈঠক প্রসঙ্গে প্রকাশ্যে তিঁনি জানান , মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হয়েছে তা আমি শাহর কাছ থেকেই জানার চেষ্টা করেছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন, প্রটোকল অনুয়ায়ী কথা হয়েছে। বিএসএফের চৌকির জন্য জমি দেওয়া নিয়েও কথা হয়েছে।

এরপরই সেই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ তকমা দিয়ে বিরোধী দলনেতা বলেন, “নবান্নের ১৪ তলায় যে বৈঠক হয়েছে, সেখানে শুধুমাত্র সীমান্ত সমস্যা নিয়েই আলোচনা হয়েছে। বিএসএফের নজরদারির জন্য ৭২ টা চৌকি করার প্রয়োজন রাজ্যে। কিন্তু, রাজ্য সরকার জমি দিচ্ছে না। গোটা ভারতবর্ষের সর্বত্র বর্ডার এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। কাশ্মীর সীমান্ত এলাকাও সম্পূর্ণ। অথচ রাজ্য সরকার এ ব্যাপারে টালবাহানা করছে।”

shah mamata

পাশাপাশি তিনি এও জানান “দুজনের বৈঠক নিয়ে কোনও রাজনৈতিক তাৎপর্য বা মানে খোঁজার কারণ নেই। অমিত শাহজি যে বার্তা আমাদের দিয়েছেন, তাতে বড় বড় চোর-ডাকাত, পরিবার ও তোষণবাদ, অত্যাচারীদের বিরুদ্ধে আইন মেনে, সংবিধান মেনে যা যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, তা করা হবে। শুক্রবার অমিত শাহর উপস্থিতিতে রাজ্য দফতরের বৈঠকে যে আলোচনা হয়েছে সেখানে আমরা এই প্রতিশ্রুতি পেয়ে উৎসাহিত।” বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এরই মাঝে বিজেপি কমান্ডোর সাক্ষাৎ দর্শন পেয়ে বলতে হয় রীতিমতো চাঙ্গা বঙ্গ বিজেপি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর