IPL ও ভারতের জার্সিতে হিট, অল্প বয়সেই পাকিস্তানকে ধুঁয়েছেন! জানুন যশস্বীর মোট সম্পত্তির পরিমাণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), এই নামটা গত কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে তাণ্ডব করার পর জাতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পেয়ে প্রথম টেস্টেই প্রথম ভারতীয় ওপেনের হিসেবে বিদেশের মাটিতে শতরান করার রেকর্ড করে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন। এর পাশাপাশি সকলেই জেনে গেছেন যে তার উঠে আসার পথ তা খুব একটা সহজ ছিল না।

উত্তরপ্রদেশে সুরিয়ানে, ভূপেন্দ্র জয়সওয়ালের পরিবারে তার জন্ম ২০০১ সালে। ছয় ভাই বোনের মধ্যে যশস্বী চতুর্থ। তার বাবা একটি রঙের দোকান চালান এবং মা সাধারণ গৃহবধু। নিজের ক্রিকেট খেলে ক্রিকেটার হওয়ার শখকে পূরণ করতে গিয়ে তিনি মুম্বাইয়ে চলে আসুন এবং আজাদ ময়দানে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে শুরু করেন। ২০১৩ সালে কোচ জ্বালা সিংয়ের নজরে পড়ে তার প্রতিভা। এর মাঝে নিজের জীবিকা নির্বাহ করার জন্য মালিদের সঙ্গে থাকা থেকে শুরু করে ফুচকা বিক্রি, অনেক কিছুই করতে হয়েছিল যশস্বীকে।

panipuri jaiswal

২০১৬ সালে জাইলস শিল্ডের ম্যাচে একটি ত্রিশতরান করে সকলের নজর কেড়ে নেন তিনি। এরপর ধীরে ধীরে মুম্বাইয়ের অনূর্ধ্ব ১৬ দলে এবং তারপর ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান তিনি নিজের প্রতিভার জোরে। ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত একটি ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি জায়গা পান ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দলে।

সেখানে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন। এরপর আইপিএল রাজস্থান তাকে দলে নেয়। তার পাশাপাশি মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফরম‍্যান্স করতে থাকেন তিনি। গত আইপিএলে একাধিক ম্যাচ জেতানো পারফরম্যান্স করার পর ভারতীয় দলে ও তার জায়গা হয়েছে এবং সেখানেও তিনি সমান উজ্জ্বল।

আইপিএল, জাতীয় দল এবং আরো অন্যান্য নানা মাধ্যমের মধ্য দিয়ে রোজগার করে থাকেন যশস্বী। তুমি এখনো বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ হয়ে ওঠেননি। তবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই মুহূর্তে তার মোট সম্পত্তি ১২,৩১,৭২,০০০ টাকার কাছাকাছি। এই সম্পত্তি যে ভবিষ্যতে বাড়তেই থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর