“কি পরামর্শ আশা করে ও? খেলায় মনোযোগ দিক” বিরাট কোহলির মন্তব্যে ক্ষিপ্ত সুনীল গাভাস্কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত রবিবার পাকিস্তানের কাছে সুপার ফোরের ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় দলকে। সেই ম্যাচে বোলারদের এবং ফিল্ডিংয়ে ব্যর্থতার পাশাপাশি মিডল অর্ডারের চাপ সামলানোর দক্ষতার অভাব ভারতকে ডুবিয়েছিল। কিন্তু ভারতের জন্য আশার একমাত্র আলো ছিলেন বিরাট কোহলি। দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন বিরাট, যার ফলে ভারত ম্যাচের শেষ ওভারে অবধি খেলায় টিকে ছিল।

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৬০ রানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এর আগে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেও তিনি পঞ্চাশের গণ্ডি পেরিয়েছিলেন। এই মুহূর্তে তিনি এককভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ অর্ধশতরানের মালিক। এশিয়া কাপে ভারতীয় দলের সর্বোচ্চ রানসংগ্রাহক এখন তিনিই। ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

kohli interview

এশিয়া কাপে নিজেদের প্রথম হারের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিরাট কোহলি। দলের কথা বলার পাশাপাশি নিজের ব্যক্তিগত ফর্ম নিয়েও নানান প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। গত একবছর সময়টা বিরাট কোহলির জন্য খুব একটা ভালো ছিল না। বিরাট নিজে জানিয়েছেন শেষ কয়েক মাস তার জন্য কতটা কঠিন ছিল এবং মহেন্দ্র সিংহ ধোনি ছাড়া তার পাশে কেউ ছিলেন না সেই মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট কোহলি আরও মন্তব্য করেছিলেন যে তার এই খারাপ সময়ে তিনি অনেক ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের দেখতেন বিরাটকে নিয়ে তারা কিভাবে টিভিতে বা কোন সংবাদমাধ্যমের সামনে নানান নেতিবাচক মন্তব্য করতেন। তাদের নিয়ে বিরাট কোহলি প্রশ্ন তুলেছেন যে সত্যিই যদি তারা বিরাট ভালো চাইতেন তাহলে তারা ফোন করে তাকে পরামর্শ দেন নি কেন! কোহলি জানিয়েছেন যারা তার সমালোচনা করতেন তাদের অনেকের কাছেই তার ফোন নম্বর ছিল কিন্তু কেউই তাকে ফোন করে তার প্রতি ভরসা দেখাননি।

কোহলি বিশেষ কারোর নাম না নিলেও এই মন্তব্যে ক্ষিপ্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। কিংবদন্তি ক্রিকেটার অ্যাটাক কিংবদন্তি ভারতীয় অধিনায়ক কপিল দেবের মত সরাসরি বিরাটের সমালোচনা করলেও তার টেকনিকের এবং মানসিকতা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন টিভিতে। কোহলির সাম্প্রতিক বক্তব্য শুনে তিনি বলেছেন, “ও ফোনে কিরকম বার্তা আশা করে? অনুপ্রেরণা জোগানো? কিন্তু ও তো নিজেই অধিনায়কত্ব ছেড়েছিল। ওখানে তো ওকে নতুনভাবে অনুপ্রেরণা জোগানোর কিছু ছিল না। ও এখন শুধুমাত্র ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে রয়েছে এবং ওর নিজের খেলার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর