এবার চলবে ইন্টারনেট ছাড়াই! নতুন বছর নয়া উপহার Whatsapp-র, এভাবে করুন চ্যাট

বাংলাহান্ট ডেস্ক : বছর শুরুতেই নতুন ফিচারের কথা ঘোষণা করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। বলা বাহুল্য, হোয়াটসঅ্যাপ সবসময়েই তার ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রায়সই নতুন নতুন ফিচার যোগ করতে থাকে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ ফিচারটি অবশ্য তার আপগ্রেডেশনেরই প্রমাণ। ইতিমধ্যেই অ্যাপটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য প্রক্সি সাপোর্ট চালু করেছে। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের তরফে এই খবর প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, প্রক্সি সাপোর্টের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইন্টারনেট ছাড়াও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের ফোনে নয়, এলাকায় ইন্টারনেট না থাকলেও WhatsApp পরিষেবা ব্যবহার করতে পারবেন। বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রক্সি সার্ভার সেটআপের মাধ্যমে এই অতি জনপ্রিয় মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আসুন জেনে নেই তার বিস্তারিত।

নতুন অপশনটি হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে পাওয়া যাবে। আপনার ফোনে WhatsApp এর সর্বশেষ সংস্করণ (update version) থাকতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, যে আপনার যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে তবে আপনি সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনগুলিতে নির্ভরযোগ্য প্রক্সি সোর্স সার্চ করতে পারেন।

একটি প্রক্সি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে, আপনাকে WhatsApp সেটিংসে যেতে হবে। এখানে আপনি স্টোরেজ এবং ডেটার অপশন পাবেন। আপনাকে Proxy অপশনে ক্লিক করতে হবে। এখন আপনাকে Use Proxy অপশনে ক্লিক করতে হবে এবং প্রক্সি অ্যাড্রেস লিখে সেভ করতে হবে।

WhatsApp hacking

এভাবে আপনি পরবর্তীতে এই প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। সংযোগ সফল হলে, আপনি একটি চেকমার্ক দেখতে পাবেন। যদি কোনো কারণে প্রক্সি কানেক্ট হওয়ার পরেও মেসেজ করতে না পারেন, তবে জানবেন এই প্রক্সি সার্ভারটি ব্লক করা হয়েছে। এমন পরিস্থিতিতে, আপনাকে অন্য প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর