অলিম্পিকে অনুমতি পেল ক্রিকেট, সোনা জিততে লাগল দুদিন

বাংলা হান্ট ডেস্ক: ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে বসেছিল ক্রিকেটের আসর। আর সেটাই প্রথম এবং শেষবার। এরপর আর কোনোদিন ক্রিকেট খেলা হয়নি অলিম্পিকে। শোনা যাচ্ছে, আবার নাকি অলিম্পিকে ফিরে আসতে চলেছে ক্রিকেট খেলা। আইওসি জানিয়েছে, ২০২৮ সালের অলিম্পিকেই ক্রিকেটের আসর বসতে পারে। অবশ্য এখন ক্রিকেট খেলার আয়োজন অনেক সহজ। একদিনের ম্যাচ তো আছেই, সেইসঙ্গে এস গিয়েছে টি-২০ ম্যাচের ধারণাও। তবে সেই ১৯০০ সালে কিন্তু ক্রিকেট মানে ছিল টেস্ট ক্রিকেট। যাতে সময়ের কোনো সুস্পষ্ট হিসাব নেই। এমন একটা খেলার আয়োজন অলিম্পিকের জন্য বেশ কঠিন তো বটেই। সব ভেবেচিন্তে খেলার নিয়ম-কানুন খানিকটা পরিবর্তন করেছিল কর্তৃপক্ষ।

0.5790663801981533

এর আগে ১৮৯৬ সালে গ্রিস অলিম্পিকে অনুমতি মিলেছিল। আলাপ আলোচনা করে স্থির করা হয়েছিল দুদিনের টেস্ট খেলা হবে অলিম্পিকে। প্রতিটি দল দুটি করে ইনিংস ব্যাট করার সুযোগ পাবে। আর দুই দলে থাকবেন ১২ জন করে খেলোয়াড়। অবশেষে ২০ আগস্ট শুরু হল খেলা। মুখোমুখি দুই দল ফ্রান্স এবং ইংল্যান্ড। দুদিনের খেলাতেই জয়ী হল ইংল্যান্ড দল। সিবিকে বিচক্রফটের নেতৃত্বে ইংরেজ বাহিনী ফরাসি বাহিনীকে মোট ১৫৮ রানে পর্যুদস্ত করল। সেই সঙ্গে জিতে নেয় সোনার পদক।

15 March 1877 the First cri 1280x720 1

দুটির বেশি দল যে প্রতিযোগিতায় নাম দেয়নি। অতএব দুটি পদক দিয়েই ক্ষান্ত দিল কর্তৃপক্ষ। আসলে ক্রিকেট তখনও পশ্চিম ইউরোপের কিছু দেশের বাইরে সেভাবে খেলা শুরু হয়নি। অতএব অলিম্পিকের মতো এমন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্রিকেট আর চলল না। তবে এখন অবস্থা আর তেমন নয়। বেশ কয়েকটি দেশের অন্যতম জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। আর এমন একটা খেলা কেন অলিম্পিকের আসরে নেই, সেই অভিযোগও করেছেন অনেকে।

দীর্ঘদিন ধরেই অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। কিন্তু তাতে আপত্তি জানিয়েছিল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ক্রিকেট বিশ্বের ‘বিগ থ্রি’-এর দাবি ছিল, অলিম্পিকে ক্রিকেট থাকলে দ্বিপাক্ষিক সিরিজের জন্য সময় কমবে। যা আর্থিক লাভের পরিমাণ কমিয়ে দেবে। যদিও চেষ্টা ছাড়ছে না আইসিসি। সম্প্রতি সমস্ত সদস্য দেশের কাছ থেকে অলিম্পিকে অন্তর্ভুক্তিকরণের ফলে কী কী আর্থিক লাভ হতে পারে, তা জানতে চেয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তাতে জানতে চাওয়া হয়েছিল যে শুধুমাত্র ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকেই খেলা হবে নাকি স্থায়ী ভিত্তিতে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে হবে। সেই অগ্রগতি সত্ত্বেও অবশ্য আদৌও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর