ইডেনে ভারত বনাম বাংলাদেশের ঐতিহাসিক দিবারাত্রি টেষ্ট ম্যাচের টিকিট বিক্রি কবে থেকে শুরু হবে? জেনে নিন বিস্তারিত।

ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দল ভারতে সফরে চলে এসেছে। আগামী কাল দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ সিরিজ। এরপরে রয়েছে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়াও আরও দুটি টেষ্ট ম্যাচ হবে দুই দেশের মধ্যে। তবে এই সিরিজের সব থেকে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলা দেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের উৎসাহ উন্মাদনা তুঙ্গে। বলাবাহুল্য ভারতীয় ক্রিকেট ভক্তরা এই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে। প্রথম দিনরাত্রি টেষ্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল তাও আবার দেশের মাটিতে। তাই এই ম্যাচে টিকিটের চাহিদাও যে তুঙ্গে থাকবে সেটা বোঝা যাচ্ছে।

বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসে সৌরভ গাঙ্গুলি যে সমস্ত বড় বড় সিদ্ধান্ত গুলি নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক সিদ্ধান্ত হল দেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করা। বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসেই এই ম্যাচ আয়োজন করার ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠেন সৌরভ গাঙ্গুলি। আর তাই এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সবুজ সংকেত আসার ফলে এই ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে একেবারে ঝাঁপিয়ে পড়ে বিসিসিআই। উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশ কোনো দলই এর আগে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলে নি। তাই এই ম্যাচ ঘিরে ক্রিকেটারদের মধ্যেও রয়েছে আলাদা উন্মাদনা।

204220231917dd7361088a13339468bbb081f747d

আর এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে কে ঘিরে যেহেতু সমর্থকদের মধ্যে উৎসাহ উন্মাদনা তুঙ্গে তাই আর দেরি না করে আগামী সোমবার থেকেই অনলাইনে দেশের প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু করবে বিসিসিআই। আর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্টারে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। সিএবি তরফ থেকে এই ঐতিহাসিক ম্যাচে দর্শক টানতে এবং ঐতিহাসিক ম্যাচের গুরুত্ব বোঝানোর জন্য ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় বড় বড় হোডিং লাগানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। উল্লেখ্য এই ম্যাচের প্রধান অতিথি হিসাবে ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এই ম্যাচে। যদিও এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর