লাইভ মিটিং চলাকালীন স্বামীকে আদর করতে এগিয়ে আসলো স্ত্রী! ভিডিও দেখে হেসে পাগল নেটজনতা

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আজকাল একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি লাইভ মিটিংয়ে প্রেসেন্টেশন দিচ্ছেন, আর তখনই ওনার স্ত্রী চলে আসেন, আর ওনাকে চুমু খেতে যান। স্ত্রীর এমন আচরণ দেখে লাইভ মিটিং করা ওই ব্যক্তি চমকে যান আর রাগে নিজের স্ত্রীকে বলেন, ‘আমি অন এয়ার আছি, এরমধ্যে তুমি এসব কি করছ?” এরপর ব্যক্তির স্ত্রী ল্যাপটপের দিকে তাকায় আর হেসে সেখান থেকে চলে যায়।

এই মজাদার ভিডিওটি IPS অফিসার রুপিন শর্মা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। তিনি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ওয়ার্ক ফর্ম হোম বিপদে আছে।”

আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি শেয়ার করেছিলেন। ভিডিওটি এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ দেখেছেন। সবাই ভিডিওটিকে বেশ মজার ছলেই নিচ্ছে। কমেন্ট বক্সে সবাই মজার মজার প্রতিক্রিয়া দিচ্ছে। একজন ইউজার লেখেন, ‘এটা নিশ্চই ওই ব্যক্তির প্রথম প্রেম।”

এর আগেও এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে এক পদ্মশ্রী প্রাপ্ত ডাক্তারকে লাইভ চলাকালীন ওনার স্ত্রীর থেকে ঝাঁঝাঁনি শুনতে হয়েছিল। উল্লেখ্য, ওই ডাক্তার স্ত্রীকে ছাড়াই একা একা গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। আর লাইভে তিনি নিজের করোনা ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করছিলেন।

লাইভ চলাকালীন ডাক্তার পত্নী তাঁর স্বামীকে একা একা করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য ঝাঁঝাঁনি দিতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দারুণ ভাইরাল হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ডাক্তারবাবু বলেছিলেন, করোনা কালে মানুষ ঘরে বন্দি অবস্থায় আছেন। আর এই সঙ্কটের সময় আমি যে মানুষকে হাসাতে পেরেছি, তাঁর জন্য আমি নিজেকে ধন্য মনে করি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর