উদ্বেগ নিয়েই বার্তা! ওমিক্রনের কারণে ফের সবকিছু বন্ধ হবে কী না, জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের স্কুলে কোভিড ছড়াচ্ছে কী না তা দেখার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন যে, স্কুলে কোভিড ছড়ালে আবারও কদিনের জন্য বন্ধ করতে হবে। পাশাপাশি তিনি লোকাল ট্রেন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়তেই বাংলায় ফের লকডাউনের আশঙ্কা দেখা দিয়েছিল।

বলে দিই, গোটা দেশ তথা বিশ্বে করোনার নতুন রূপ ওমিক্রনের আতঙ্ক বেড়ে চলেছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে কিছু কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর সেই কথা মাথায় রেখে রাজ্যও ওমিক্রনের থাবা থেকে রক্ষা পেতে কড়া হওয়ার ভাবনাচিন্তা করছে। তবে, নতুন করে আবারও বিধিনিষেধ জারি হলে অর্থনীতি যে ভেঙে পড়বে, তাও ভালো মতো জানে সরকার।

সেই কারণেই, করোনার নতুন রূপ নিয়ে উদ্বিগ্ন থাকলেও পর্যালোচনা না করে কোনও কিছুই বন্ধ করতে চাইছেন না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার আগে করোনার নতুন রূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনার কারণে অর্থনীতি ভেঙে পড়ে গিয়েছিল। নতুন করে আবারও সবকিছু বন্ধ করে দিলে, মানুষের উপর বিপুল চাপ পড়বে। তাই এই নিয়ে পর্যালোচনা না করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।”

লোকাল ট্রেন, স্কুল-কলেজ বন্ধ করার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতির পর্যালোচনা না করে কোনও কিছুরই সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই বয়ানের পর সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি এলেও, ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং ফের বিধিনিষেধ আরোপের আশঙ্কা থেকেই যাচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর