করোনা টেস্ট করত গিয়ে বিপাকে হাসপাতাল, রিপোর্ট পজেটিভ আসায় চিকিৎসকদের মারধর করল যুবক

Bangla Hunt Desk: করোনা আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব তারকা সকলেই আতঙ্কিত হয়ে রয়েছেন। সামান্য শারীরিক অসুবিধা হলেই দ্রুতই করোনা টেস্ট (Corona test) করিয়ে নিচ্ছেন অনেকেই। এমন ভাবেই দিল্লী (Delhi) নিবাসী শানু নামের এক যুবক সরকারী হাসপাতালে করোনা টেস্ট করাতে গিয়েছিলেন। কিন্তু রিপোর্ট পজেটিভ দেখে হাসপাতাল কর্মীদের মারধর শুরু করে ওই যুবক।

ঘটনার বিবরণ
ঘটনাটি ঘটে দিল্লীর শাহদারি জেলার জগতপুরী এলাকায়। শানু নামে এক ব্যক্তি প্রথমে স্থানীয় সরকারী হাসপাতালে তাঁর করোনা টেস্ট করায় এবং একই সঙ্গে পার্শ্ববর্তী আরও একটি হাসপাতালেও তিনি করোনা টেস্ট করান। শানুর বক্তব্য অন্য হাসপাতাল থেকে করা রিপোর্ট নেগেটিভ এলেও, সরকারি হাসপাতালের রিপোর্ট কেন পজেটিভ এল?

corona virus getty

করোনা রিপোর্ট পজেটিভ আসায় বিপত্তি
সরকারী হাসপাতালের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট না হয়ে তিনি ১০-১২ জন লোক নিয়ে এসে হাসপাতাল কর্মীদের মারধর শুরু করে। সেইসঙ্গে ভাঙচুর চালায় হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছে করে করোনা পজেটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ আনে শানু।

পুলিশে অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ
হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে খবর দেয়। পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করে। হাসপাতালের পক্ষ থেকে ডাঃ রীনা শেহগাল অভিযোগ করেছেন, শানু নামে এক যুবক নিজেই করোনা টেস্ট করাতে সেখানে আসে। অত্যন্ত ব্যস্ততার মধ্যে সে নিজের টেস্ট করায়। ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসায়, তাঁকে খবর দেওয়া হয়। উলটে ওই ব্যক্তি বাইরে থেকে লোকজন এনে হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি করে। কর্মীদের গালিগালাজ করে মারধর শুরু করে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর