আর কারও হবে না ম্যালেরিয়া, অবশেষে চলে এল ভ্যাকসিন! শীঘ্রই মিলবে বাজারে

বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ববাসীর জন্য এক নতুন দরজা খুলে গেল। প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকা বাজারজাতকরণ এর জন্য অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত আফ্রিকা মহাদেশের এই ম্যালেরিয়া টিকা বিক্রির জন্য অনুমতি দিয়েছে তারা। এরপর যে ধীরে ধীরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এই টিকার ফলে সারা পৃথিবী থেকে ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে ম্যালেরিয়া রোগ। আশায় বুক বাঁধছে স্বাস্থ্য মহল।

আপাতত আফ্রিকার তিনটি দেশে ম্যালেরিয়ার টিকা বিক্রির জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই তিনটি দেশ হলো ঘানা, কেনিয়া ও মালওয়াই।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এই টিকা তৈরীর ক্ষেত্রে অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ম্যালেরিয়া টিকাটির নামকরণ করা হয়েছে মসকুইরিক্স। ম্যালেরিয়া প্রতিরোধক এই টিকাটির মোট চারটি ডোজ আছে। ম্যালেরিয়া টিকা আবিষ্কারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “ঐতিহাসিক” বলে বর্ণনা করেছে।

তবে বিশেষজ্ঞদের মতে এই টিকা এখনো পর্যন্ত ৫০ শতাংশও কার্যকরী নয়। কিন্তু এই টিকা প্রয়োগের ফলে মৃত্যুহার অপেক্ষাকৃত কমবে বলে তাদের আশা। উল্লেখ্য, প্রতিবছর আফ্রিকায় ম্যালেরিয়ার কারণে বহু মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে পাঁচ বছর বয়সী কম শিশুদের সংখ্যাই বেশি। একটি পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হন প্রায় ২৪ কোটি ১০ লক্ষ মানুষ। যাদের মধ্যে ৬ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

GSK জানিয়েছে ২০২৮ সাল পর্যন্ত তারা ১ কোটি ৫০ লক্ষ টিকা প্রস্তুত করতে পারবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ,আফ্রিকা মহাদেশে প্রতি বছর জন্ম নেওয়া ২.৫ কোটি শিশুর জন্য প্রায় ১০ কোটি টিকা প্রয়োজন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর