দিদির দূতের হাতে চড় খাওয়া সাগর বিশ্বাস আদতে কে? জেনে নিন তাঁর পরিচয়

   

বাংলা হান্ট ডেস্ক : দজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। তার আগে গোটা রাজ্যে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের কথা শোনার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে ইছাপুরে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে শনিবার এই কর্মসূচিতে যোগ দেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। সেখানেই এক গ্রামবাসীকে থাপ্পড় মারেন স্থানীয় এক তৃণমূল নেতা। এবং এই ঘটনা ঘটে মন্ত্রীর সামনেই। এরপরই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জানা গিয়েছে, চড় খাওয়া ব্যক্তি স্থানীয় মন্দির কমিটির সদস্য। তাঁর কথায়, মন্ত্রীর কাছে তিনি মন্দির নিয়েই কয়েকটি বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার কথাই বলতে চেয়েছেন তিনি। কিন্তু,কেন তিনি চড় খেলেন তা বুঝে উঠতে পারছেন না। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে তো কোনও কথা বলা যাবে না। এত বাক স্বাধীনতায় হস্তক্ষেপ।’

tmc flg

এই বিষয়ে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘ওই ব্যক্তি মন্দির কমিটির সদস্য। গতকাল তাঁরা জানতে পারেন এলাকায় মন্ত্রী আসছেন। এই পুরো বিষয়টি মন্ত্রীকে জানাবেন বলে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, মন্ত্রীর কাছে পৌঁছনোর আগেই তাঁকে চড় মারা হল। আসলে চড় থাপ্পড় নিয়েই তৃণমূল।’

মন্ত্রী রথিন ঘোষ জানান, এই চড় মারার ঘটনা যখন ঘটেছে তিনি সেখানে ছিলেন না। ঘটনাটি তাঁর অজানা। সাগরের থেকে এই বিষয়ে জানার পর দুঃখপ্রকাশও করেছেন তিনি। ব্যক্তিগত কোনও বিষয়ে তিনি হস্তক্ষেপ করবেন না বলেই জানান। তবে যদি থাপ্পড় মারার ঘটনা ঘটে থাকে তাহলে তা ঠিক নয় বলেও জানান তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর