বিয়ের পর কেন মোটা হয়ে যায় বাঙালি মেয়েরা!

 

বাংলা hunt ডেস্ক : বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের কিছুদিন পর থেকেই মেয়েরা মোটা হতে শুরু করে । এবং বছর ঘুরতে না ঘুরতেই চেহারায় আমূল পরিবর্তন চলে আসে । ছেলেরা সাময়িক ভাবে মোটা হলেও অধিকাংশ মেয়েরা পার্মানেন্টলি মোটা হয় তাঁর কারণ গুলি হলো –

বিয়ে ঠিক হয়ে গেলে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য অনেকেই যোগ ব্যায়াম, জিম করেন। কিন্তু বিয়ে মিটতেই সেই অভ্যেস গুলি একেবারেই চলে যায়। আর হঠাৎ করে এই ব্যায়াম ছেড়ে দেওয়াই আরো তাড়াতাড়ি মোটা হয়ে যাওয়ার জন্য অন্যতম কারণ।

 

অতিরিক্ত খাওয়া দাওয়া ও মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ । বিয়ের ঠিক কদিন আগে থেকে তারপরে এক বছর খাওয়া দাওয়ায় আসে এক আমূল পরিবর্তন । নব দম্পতি কে বাড়িতে ডেকে খাওয়ানো টা এক প্রকার রেওয়াজ এখানকার । সেই খাওয়া দাওয়া টা যে কোনোটাই কম নয় তা জানে সকলেই । সেই সঙ্গে নতুন নতুন বিয়ের পর ঘুরতে যাওয়া , আনলিমিটেড খাওয়া মোটা হওয়ার অন্যতম কারণ।

3d92c img 20190615 125722

এদিকে, ২০১৩ সালে প্রকাশিত ‘হেলথ সাইকোলজি’র একটি সমীক্ষায় জানা গিয়েছে, বিয়ের পর যেসব নারীরা তাদের বিবাহিত জীবন নিয়ে নিরাপদ বোধ করেন তাদের মধ্যে মুটিয়ে যাবার প্রবণতা বেশি। অতিরিক্ত দুশ্চিন্তায় যেমন স্বাস্থ্যহানী হয় তেমনি অতিরিক্ত ভালবাসা আর যত্নেও মোটা হয়ে যান নারীরা।

তবে , অনেকে আবার মোটা হয়ে যাওয়ার পিছনে যৌনমিলনকে দাবি করলে বিজ্ঞানীরা সেই যুক্তিতে অসম্মতি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলেন, ঘন ঘন শারীরিক মিলন করলেও দুই থেকে তিন মিলি বীর্যে মাত্র ১৫ ক্যালরি থাকে। অর্থাৎ মুটিয়ে যাওয়ার সঙ্গে শারীরিক মিলনের কোন সম্পর্ক নেই।

সম্পর্কিত খবর