নিন্দা সত্ত্বেও ‘পসুরি’র রিমেক গাইতে রাজি হলেন কেন অরিজিৎ? কারণ জানলে শ্রদ্ধায় নত হবে মাথা

বাংলাহান্ট ডেস্ক: পুরনো হিন্দি গানগুলিকে রিমেক (Remake) বানিয়ে নতুন করার প্রবণতা বলিউডের অনেক দিনের। ইদানিং অন্য ভাষার ট্রেন্ডিং গানগুলিরও হিন্দি রিমেক বানানো শুরু হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পসুরি নু’ (Pasoori Nu) গানটি এখন যেমন চর্চায় রয়েছে। পাকিস্তানি কোক স্টুডিওর গানটি আসন্ন ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে রিমেক করে ব্যবহার করা হয়েছে।

টি সিরিজের গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু গানটি আপাতত বিতর্ক চলছে। বলিউডের রিমেক সংষ্কৃতি এমনিতেই পছন্দ নয় অনেকের। সুন্দর গানগুলি বিগড়ে দেওয়ায় টি সিরিজের উপরে ক্ষুব্ধ একটা বড় অংশের মানুষ।

arijit viral

সেখানে ‘পসুরি’র মতো সবার অতি প্রিয় একটি গানও রিমেক করায় মেনে নিতে পারেননি তারা। প্রিয় অরিজিৎ এমন একটি গানের রিমেকে রাজি হওয়ায় ক্ষুন্ন হয়েছেন অনেকেই। আবার অনেকে অরিজিতের পাশেও দাঁড়িয়েছেন। একজন সরাসরি গায়ককে জিজ্ঞাসা করে বসেছেন, পসুরির রিমেক গাইতে রাজি হলেন কেন? উত্তরে অরিজিৎ যা বলেছেন তা শুনে হতভম্ব নেটিজেনরা।

তাঁর দ্বিতীয় টুইটার হ্যান্ডেল থেকে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে অংশ নিতে দেখা গিয়েছে অরিজিৎকে। তাঁর এই অ্যাকাউন্টটি ভেরিফায়েড নয়, তবে অ্যাকাউন্টটি যে গায়কেরই তা সকলেই জানেন। সেখানেই একজন প্রশ্ন করেন, ‘একটা প্রশ্ন করতে পারি? আপনি এটার জন্য হ্যাঁ বললেন কেন? আমি জানি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাও একটা আগ্রহ।’

ওই ব্যক্তিকে উত্তরে অরিজিৎ লেখেন, ‘নির্মাতারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওরা দুঃস্থ শিশুদের জন্য একটি স্কুলে বার্ষিক অর্থ সাহায্য করবেন’। গায়কের উত্তর হতবাক করে দেয় নেটিজেনদের। এরপরে অনেকেই মন্তব্য করেছেন, অরিজিতের মতো গায়ককে রিমেক গাইতে দেখে তারা অবাক হয়েছিলেন। কিন্তু তাঁর সিদ্ধান্তের পেছনে যে এত বড় একটা উদ্দেশ্য রয়েছে সেটা তারা কেউই জানতেন না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর