জন্ম থেকেই সঙ্গী বিতর্ক, ছেলেকে সবসময় লুকিয়ে রাখেন কেন নুসরত? আসল কারণটা জানেন?

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (Nusrat Jahan) এবং যশ দাশগুপ্ত (Yash Dasgupta), টলিপাড়ার একাধারে হেভিওয়েট এবং বিতর্কিত জুটি। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখে নুসরতের বিপরীতে অভিনয় করেন যশ। কিন্তু সহকর্মী থাকাকালীন দুজনের মধ্যে কোনো আকর্ষণই ছিল না। সবটা বদলে যায় দুজনের জুটি হিসেবে দ্বিতীয় ছবিতে। প্রেম থেকে শুরু করে সন্তানের বাবা মা-ও হয়েছেন তাঁরা।

জুটি হিসেবে যশ নুসরতের প্রথম ছবি ‘ওয়ান’। কিন্তু সছ সময়ে দুজনের মধ্যে নাকি মোটেই তেমন সুসম্পর্ক ছিল না। বরং যশ জানিয়েছিলেন, নুসরতকে প্রথম দেখে তাঁর মনে হয়েছিল এঁর থেকে দূরত্ব বজায় রাখাই উচিত। সেই দূরত্ব কমিয়ে কখন যে তাঁরা কাছাকাছি চলে আসেন তা বুঝতে পারেননি কেউই।

   

Why does nusrat jahan not share yishaan photo

‘SOS কলকাতা’ ছবির শুটিংয়ের সময়েই নাকি একে অপরের কাছাকাছি আসেন যশ নুসরত। তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে শুরু করেন দুজনে। নুসরত তখনো নিখিল জৈনের সঙ্গে বিবাহিত। সে সময়ে সম্পর্কটা আড়ালেই রেখেছিলেন তাঁরা। এদিকে নিখিলের সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় নুসরতের।

যশের সঙ্গে তাঁর সম্পর্কটাও বেশিদিন লুকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী। এর মাঝেই ঝড়ের মতো এসে পড়ে একটা খবর, অন্তঃসত্ত্বা নুসরত জাহান। সন্তানের পিতৃপরিচয় নিয়ে জলঘোলার মাঝেই নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার করেন নুসরত। সন্তান জন্মের সময়ে তাঁর পাশে ছিলেন যশই। পরে নিখিলের সঙ্গেও বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হয় অভিনেত্রীর।

জল্পনায় শিলমোহর দিয়ে সন্তানের বাবা হিসেবে যশের নাম প্রকাশ্যে আনেন নুসরত। ছেলে ঈশান আর জীবনসঙ্গী যশকে নিয়ে এখন সুখের ঘর বেঁধেছেন তিনি। সম্পর্ক প্রকাশ্যে আসতে এখন প্রায়শই জুটিতে ছবি শেয়ার করেন ‘যশরত’। কিন্তু ছেলে ঈশানের দেখাই মেলে না তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

বছর কয়েক আগে সদ্যোজাত ছেলের প্রথম ছবি প্রকাশ করেছিলেন যশ। ঘুমন্ত ঈশান আর বড় ছেলে রেয়াংশের ছবি একসঙ্গে শেয়ার করেছিলেন তিনি। তারপরে আর একবারই স্যান্টার সাজে ঈশানের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। ওটাই শেষ। তারপর থেকে আর কখনোই ছেলেকে সামনে আনেননি তাঁরা।

Why does nusrat jahan not share yishaan photo

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় সব সেলিব্রিটিরাই যখন সন্তানের ছবি ভিডিও শেয়ার করেন নেটমাধ্যমে, তখন ঈশানকে নিয়ে এত লুকোছাপা কেন যশরতের? এর কারণ কি শুধুই বিতর্ক নাকি অন্য কিছু? আসলে জানা যায়, নুসরত ছেলের ছবি বেশি শেয়ার করুক সেটা চান না যশ। তিনি নিজে ব্যক্তিগত জীবন যথাসম্ভব আড়ালেই রাখতে পছন্দ করেন। বড় ছেলেকেও কখনও প্রকাশ্যে আনেন না তিনি। ঈশান ছোট থেকেই সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসুক সেটা তাঁরা চান না বলেই জানিয়েছিলেন যশরত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর