রেলস্টেশনের বোর্ডে উচ্চতা লেখা থাকে কেন জানেন? জানলে রেলকে ধন্যবাদ দেবেন

বাংলাহান্ট ডেস্ক: ট্রেনে (Indian Railways) সফর করলে আপনি দেখে থাকবেন স্টেশনের বোর্ডে যেখানে স্টেশনের নাম লেখা তার নীচে লাল কালি দিয়ে একটি লেখা রয়েছে। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনটির উচ্চতা সম্পর্কে তথ্য দেওয়া থাকে। দেশের প্রতিটি স্টেশনেই এই লেখা দেখতে পাওয়া যায়। স্টেশনের নামের নীচে থাকে এই লেখা। কিন্তু কেন এই লেখা থাকে স্টেশনের বোর্ডে? এই লেখা এত জরুরি কেন? আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাব সেই কারণ।

স্টেশনের বোর্ডে লেখা থাকলেও এই লেখা যাত্রীদের জন্য নয়। যদিও এই তথ্য খুবই জরুরি। ট্রেনের চালক ও গার্ডের জন্য এই তথ্য জানা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন জায়গায় স্টেশনগুলি বিভিন্ন উচ্চতায় অবস্থিত। যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে হাওড়া স্টেশনের উচ্চতা ১২ মিটার বা ৩৯ ফুট। একইভাবে মুম্বইয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ মিটার। 

railway station board

সে জন্য কলকাতা থেকে মুম্বই ট্রেনে করে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কমতে থাকে। সমুদ্রপৃষ্ঠকে যে কোনও জায়গার উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়। এমনকি, এটিকে সব থেকে বেশি কার্যকরীও বলা হয়ে থাকে। ট্রেনের চালক ও গার্ডের কাছে এই তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করতে এই তথ্য কাজে লাগে।

ট্রেনের চালক সমুদ্রপৃষ্ঠ থেকে জায়গার উচ্চতা অনুযায়ী ইঞ্জিনের শক্তি ও টর্ক নিয়ন্ত্রণ করে থাকেন। যাতে ট্রেন নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলে। ফলে যে কোনও রকম দুর্ঘটনা এড়ানো যায়। এছাড়াও বিভিন্ন উচ্চতায় ট্রেন সহজেই চলতে সক্ষম হয়। এই তথ্যের ফলে চালক গতি ও টর্ক নিয়ন্ত্রণ করার ফলে ট্রেনও বিভিন্ন উচ্চতায় নিজের গতি ধরে রেখে চলতে পারে। 

railways station

একটি ট্রেনের রুটের প্রতিটি জায়গায় সেখানকার উচ্চতা সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব হয় না। তাই প্রতিটি স্টেশনের বোর্ডে এই সম্পর্কে তথ্য দিয়ে দেয় ভারতীয় রেল। ফলে যখনই কোনও চালক ট্রেন নিয়ে সেই স্টেশন পার করেন, তিনি সেই জায়গার উচ্চতা সম্পর্কে জেনে নিতে পারেন। এর ফলে চালক সহজেই সঠিক ভাবে ট্রেন চালাতে সক্ষম হন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর