‘কাকু, কাকিমাদের ঘৃণা করি’, বয়স্কদের প্রতি ক্ষোভ উগরে দিলেন ইমন! কারণ কী?

বাংলা হান্ট ডেস্ক : জাতীয় পুরস্কার (National Award) প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বাংলা টলিউডের (Tollywood) একজন অন্যতম জনপ্রিয় গায়িকা। অধিকাংশ মানুষই তার গানকে খুব পছন্দ করেন। তিনি ফ্লাইট (Flight) এর থেকে বেশি ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন। কিন্তু ট্রেনে যাতায়াত করার সময় তার সাথে ঘটে গেল এক ঘটনা। জানেন কী ঘটেছিল তার সাথে? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

অনেক সেলিব্রেটিরাই আছেন যারা ভ্রমণ করতে যাওয়ার সময় বেশি প্লেনেই যাতায়াত করেন। কিন্তু ইমন চক্রবর্তী তার উল্টো। তিনি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করতে বেশি পছন্দ করেন। তাই তিনি ভ্রমণে যাওয়ার সময় ট্রেনের যাত্রাকে আগে বেছে নেন। কিন্তু ট্রেনে (Train) তার সাথে ঘটল এমন এক ঘটনা যা দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না।

ট্রেনে যাত্রা করছিলেন ইমন চক্রবর্তী। কিন্তু ট্রেনে এমনই এক ঘটনা ঘটলো তার সাথে সেদিন। যা দেখে তিনি তাঁর রাগ সামলাতে পারলেন না। মাঝে মধ্যেই ট্রেনের মধ্যে কিছু কাকু-কাকিমারা বসে থাকেন যারা নিজের স্মার্টফোনে (Smartphone) জোরে জোরে গান শুনতে থাকেন, সিরিয়াল দেখতে থাকেন আবার খবরও শুনতে থাকেন। সবটাই কানে এসে লাগে ইমনের। ফলে তিনি এইসব কান্ড দেখলেই প্রচন্ড বিরক্তিবোধ করেন।

গত কিছুদিন আগেই ট্রেনে যাত্রার সময়,তাঁর সাথে এমনই কান্ড ঘটেছে। তিনি এই বিষয় নিয়ে নিজের রাগ প্রকাশ করেছেন। এবং তার ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেখানে তার পরনে ছিল নীল জ্যাকেট (Blue Jacket) এবং চোখে কালো সানগ্লাস (Black Sunglass)। তিনি ভিডিওতে এসে যে কথাগুলি বলেছেন, তা অনেকেরই হয়তো সঠিক বলে মনে হতে পারে।

iman 2

ইমন চক্রবর্তী এই বিষয়ে ভিডিওতে এসে বলেছেন, ‘আমি ট্রেনে চড়তে ভীষণ ভালোবাসি। কিন্তু আশেপাশে কিছু এমন কাকু-কাকিমারা থাকেন যারা কখনও খবর শুনছেন, কখনও গান শুনছেন বা কখনও সিরিয়াল দেখছেন, কিন্তু তারা সেটা নিজেরা খালি দেখছেন না বা শুনছেন না। তারা সেটা সবাইকে শুনাচ্ছেন। আমি তাদেরকে ঘৃণা করি’।

এই বিষয়ে অনেকেই নিজের মত রেখেছেন, এখানে একজন বলেছেন সমাজে দূষণকারী কাকু-কাকিমা হলেন তারা। এরাই একজনের কথা অন্য কারো কানে গিয়ে দিয়ে আসেন। অনেকে আবার এ কথাও বলেছেন, এসব কাকু-কাকিমাদের নিজস্ব হেডফোন (Headphone) ব্যবহার করা উচিত।

সম্পর্কিত খবর