টাইমলাইনবিনোদন

জিম থেকে সুদৃশ্য বাথরুম কী নেই! ঘুরে দেখুন শাহরুখের কোটি টাকা দামের ভ্যানিটি ভ্যানের অন্দরমহল

বাংলাহান্ট ডেস্ক: উত্তর হোক বা দক্ষিণ, সিনেপ্রেমীদের মুখে মুখে এখন ঘুরছে শুধু একটাই নাম, শাহরুখ খান (Shahrukh Khan)। চার বছর পর কামব্যাক করে সিনেদুনিয়াকে কার্যত নিজের কুক্ষিগত করে ফেলেছেন কিং খান। নিজের হারানো সিংহাসন রাজকীয় ভাবে ফিরিয়ে নিয়েছেন তিনি। দর্শকরা অবশ্য বলছেন, এটা হওয়ারই ছিল। তিনি যে বলিউডের কিং খান।

উপাধির সঙ্গে সাযুজ্য রেখে শাহরুখের জীবনযাত্রাও কিন্তু একই রকম রাজকীয়। দিল্লির এক মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহরুখ। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। রীতিমতো স্ট্রাগল করেই নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন। এখন কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক শাহরুখ।

shahrukh

তিনি যে বাংলো মন্নতে থাকেন তার দামই প্রায় কয়েকশো কোটি টাকা। যেখানে শুটিংয়ে যান সেখানেও থাকেন রাজার হালেই। অনেকেই জানেন, এখন অভিনেতা অভিনেত্রীরা শুটিংয়ে গেলে সঙ্গে ভ্যানিটি ভ্যান (Vanity Van) নিয়েই যান। শাহরুখের কাছেও রয়েছে একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান। যেখানেই তিনি শুটিংয়ে যান না কেন, পাঁচতারা হোটেল না হলে এই ভ্যানিটি ভ্যানই হয়ে ওঠে তাঁর ঘরবাড়ি।

অবশ্য এই ভ্যানিটি ভ্যানও কোনো পাঁচতারা হোটেলের থেকে কম নয়। অত্যাধুনিক প্রযুক্তি এবং বিলাসিতার সংমিশ্রণে তৈরি এই ভ্যানে নেই হেন জিনিস বা সুযোগ সুবিধা বোধহয় নেই। তাহলে চলুন জেনে নিই, কেন শাহরুখের এই ভ্যানিটি ভ্যান এত স্পেশ্যাল কেন?

shahrukh vanity

ভলভো ভিআর ৯ মডেলের ভ্যানিটি ভ্যান রয়েছে শাহরুখের কাছে। নামী অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবরিয়ার ডিজাইন করা এই ভ্যান। এই ভ্যানিটি ভ্যানকে এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যাতে এখানে নিজের বাড়ির মতোই আরাম অনুভব করতে পারেন শাহরুখ।

জানা যাচ্ছে, এই ভ্যানিটি ভ্যানে একটি বিশেষ ইলেকট্রিক চেয়ার রয়েছে যেটাকে যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। পাশাপাশি রয়েছে কিং খানের ব্যক্তিগত ওয়ার্ডরোব এবং মেকআপ চেয়ার। ভ্যানিটি ভ্যানের মধ্যেই রয়েছে সুদৃশ্য এবং সমস্ত আধুনিক সুযোগ সুবিধা যুক্ত বাথরুম। সেখানে রয়েছে অটোমেটিক শাওয়ার সিস্টেম।

shahrukh khan

রয়েছে একটি ছোট অথচ বেশ সুন্দর ডাইনিং এরিয়া। যখন খুশি শরীরচর্চা করার জন্য রয়েছে জিমের ব্যবস্থা। ভ্যানিটি ভ্যানের মেঝে সম্পূর্ণ কাঁচ দিয়ে মোড়া আর মাথার উপরে সিলিং কাঠের তৈরি যা একে বেশ স্টাইলিশ লুক দিয়েছে। এছাড়াও বিনোদনের জন্য সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে এই ভ্যানে।

বাইরে থেকে একটা বাসের মতো দেখালেও আসলে ভ্যানিটি ভ্যানটির ভেতরে প্রচুর জায়গা। উপরন্তু পার্কিংয়ের পর একটা দিকে জায়গা বাড়ানোও যায়। এবার আসা যাক দামের কথায়। বলা বাহুল্য, এমন হাই টেকনোলজি এবং বিলাসবহুল ভ্যানিটি ভ্যানের দাম বেশ বড় অঙ্কেই হবে। সূত্রের খবর মানলে, প্রায় ৪ কোটি টাকা দিয়ে এই ভ্যানিটি ভ্যানটি কিনেছেন শাহরুখ।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker