‘ন বছরের সম্পর্কে ইতি’! তবুও কেন ডিভোর্সের পথে হাঁটেননি রাজেশ-ডিম্পল

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) দুনিয়ায় একটা সময় দাপট চালিয়েছেন প্রয়াত অভিনেতা রাজেশ খান্না (Rajesh Khanna)। ৭০ এবং ৮০ র দশকে প্রায় একচেটিয়া রাজত্ব করেছেন তিনি। আজও প্রয়াত সুপারস্টারের অগণিত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশে এবং বিদেশে। যদিও বরাবরই তাঁর ভক্তদের তালিকায় একটা বড় অংশ জুড়ে ছিলেন মহিলারা।

যদিও সকলের মন ভেঙে দিয়ে ১৯৭৩ সালে অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রাজেশ। যদিও সেই বৈবাহিক সম্পর্ক মোটেই সুখের হয়নি। যদিও এক ছাদের তলায় না থাকলেও কখনই আইনি পথে হাঁটেননি ডিম্পল ও রাজেশ।

   

Rajesh Khanna

মাত্র ১৬ বছর বয়সে বলিউড দুনিয়ায় পা রেখেছিলেন ডিম্পল কাপাডিয়া। ‘ববি’ ছবির হাত ধরে পেয়েছিলেন জনপ্রিয়তা। আর তারপরেই প্রয়াত সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অক্ষয়ের শাশুড়ির। বাধা পড়েন সাত পাকে। মাত্র ৯ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গিয়েছিল তাদের পথ চলা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রয়াত অভিনেতার একটি পুরনো ভিডিও। সেখানেই নিজের বৈবাহিক জীবন নিয়ে একগুচ্ছ তথ্য তিনি তুলে ধরেছেন সকলের সামনে। খোলসা করেছেন জীবন নিয়ে অজানা তথ্য। জবাব দিয়েছেন সাংবাদিকদের নানান প্রশ্নের।

Rajesh Khanna

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সাংবাদিক প্রয়াত মহাতারকা রাজেশ খান্নাকে প্রশ্ন করেন, ডিম্পল কাপাডিয়ার সঙ্গে কি ফের সবকিছু মিটমাট করে নিতে চান? সাংবাদিকের এই প্রশ্নে রীতিমত খেপে যান অভিনেতা। জবাবে বলেন, ‘আবার কথাটা আসছে কেন? আমরা আলাদা হয়েছিলাম কবে? আমরা আলাদা থাকি এটা ঠিক কথাই কিন্তু আমাদের ডিভোর্স হয়নি’।

অভিনেতার সংযোজন, ‘আমাকে কখনই ডিভোর্স দিতে চাইনি ডিম্পল। যদিও সে কেন সিদ্ধান্ত নিয়েছিল সে বিষয়ে আমার কিছুই জানা নেই’। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, রাজেশ খান্নার সঙ্গে বিচ্ছেদের পরে নাকি সানি দেওয়ালের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিনেত্রীর। যদিও সেসব এখন অতীত। বর্তমানে তিনি ব্যস্ত শ্যুটিং এর কাজে। সম্প্রতি তাকে দেখা গেছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে। এছাড়াও ‘তু ঝুঠি ম্যায় মক্কার ‘ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন ডিম্পল।

Avatar
additiya

সম্পর্কিত খবর