ED ডাকলেও কেন হাজিরা দিতে যাচ্ছেন না অভিষেক? এবার সামনে এল বড় কারণ, ফাঁস করলেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই সিবিআই এর ডাক পড়েছিল। তখন নবজোয়ার কর্মসূচী স্থগিত রেখেই হাজির হয়েছিলেন। আর এবার কয়লাকাণ্ডে স্ত্রীর হাজিরার দিনই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাতে নোটিস ধরালো ইডি (ED)। বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় সিবিআই এর পর এবার ইডি ডাক পাঠিয়েছে অভিষেককে।

গতকাল যখন এই নোটিস দেওয়া হয়েছে তখন অভিষেক নদিয়ায়। মেতে রয়েছেন নবজোয়ার কর্মসূচিতে। বারংবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে যে তিনি বেজায় ক্ষুব্ধ তা বোঝা গেল তার কথাতেই। স্পষ্ট কথায় জানিয়ে দিলেন এখন হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন এমন বললেন অভিষেক? সেই ব্যাখ্যাও দিলেন নিজেই।

তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো বলেন, “৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন হয়ে যাবে। এরপর আপনি যদি ৯ তারিখে আমাকে আসতে বলেন আমি আসব। আপনি যদি ১০ তারিখে আসতে বলেন আমি যাব। ৮ তারিখের পর যেদিন বলবেন আমি যাব। কিন্তু, এখন আমাদের কর্মসূচি চলবে, সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে। মানুষের মধ্যে পৌঁছে যাওয়াই আমাদের এখন একমাত্র প্রচেষ্টা।”

abhishek 4

পাশাপাশি অভিষেকের অভিযোগ, “মানুষের দাবি-দাওয়া, সমস্যার কথা শুনে তা আমার ক্ষমতা অনুযায়ী সমাধানের চেষ্টা করছি বলে সেই কাজে বাধা দিতেই এসব করছে বিজেপি। জনজোয়ার যাত্রা যতদিন চলছে ততদিন ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। আমি একদিনের জন্যও ব্রেক নিইনি। আরও ৮-১০ দিন এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার কাছে নেই।” এই কর্মসূচি শেষ হওয়ার পর ভোট প্রচারে অংশ নেবেন বলেও জানান অভিষেক।

স্বভাবসিদ্ধভাবে এদিনও কেন্দ্রের মোদী সরকারকে জোর আক্রমণ করে অভিষেক বলেন “আগেও এরা সিবিআইকে দিয়ে আমাকে ডাকিয়েছিল। তার নির্যাস শূন্য ছিল। আমি বারবার বলি সিবিআই হচ্ছে একটা ইঞ্জিন, আর ইডি একটা ইঞ্জিন। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের মডেল। সিঙ্গেল ইঞ্জিন ফেল করেছে তাই আবার ইডিকে লাগিয়েছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর