লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে পগারপার স্ত্রী! শুনেই মুষড়ে পড়েছেন স্বামী, শোরগোল ধূপগুড়িতে

বাংলাহান্ট ডেস্ক : জলপাইগুড়িতে (Jalpaiguri) লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা তুলতে গিয়ে বাড়ি ফিরলেন না ঘরের লক্ষী। এক গৃহবধূ লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার নাম করে ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু তিনি আর ফিরলেন না বাড়ি। ওই গৃহবধূ রীতিমত উধাও হয়ে গেছেন। জলপাইগুড়ির অন্তর্গত ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রামের ভাঙে এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, এই গৃহবধূর নাম নিরুপমা রায়। ত্রিশের কাছাকাছি বয়স তার। এই মহিলা লক্ষীর ভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বের হন। তারপর তিনি আর ফিরে আসেননি বাড়ি। ওই গৃহবধূর স্বামী শ্যামল রায় এখন রীতিমতো চিন্তিত। দুটি ছোট পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। মাকে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে মাঝেমধ্যেই কেঁদে উঠছে তারা।

আরোও পড়ুন : দুঃসংবাদ! আচমকাই বেড়ে গেল ঘুরতে যাওয়ার খরচ! ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের

শ্যামল রায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়ার পর দ্বারস্থ হন ধূপগুড়ি থানায়। সন্ধান চালানো হয় নিরুপমা দেবীর বাপের বাড়িতেও। তবে কোথাও তার সন্ধান মেলেনি। অত্যন্ত কষ্টের সংসার রায় পরিবারের। শ্যামল বাবু খুব কষ্ট করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তাদের বিয়ে হয়েছিল প্রায় ১১ বছর আগে।

mamata lakshmir bhandar

বিয়ের এতদিন পর এভাবে স্ত্রীর উধাও হয়ে যাওয়া শ্যামল বাবু মেনে নিতে পারছেন না। শ্যামল বাবুর এখন প্রধান চিন্তা তার দুই সন্তানকে নিয়ে। কীভাবে এই সন্তানদের মানুষ করবেন তা তিনি ভেবে উঠতে পারছেন না। পুলিশ ছাড়াও সংবাদমাধ্যমের কাছে শ্যামল বাবু অনুরোধ করেছেন যাতে তার স্ত্রীর সন্ধান পাওয়া যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর