T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না রিঙ্কুর? পরিবর্তে আসবেন এই খেলোয়াড়, শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indiam Premier League)-এর প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলেছে। এমতাবস্থায়, এই টুর্নামেন্ট আগামী T20 বিশ্বকাপের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৪ দিনের মধ্যে, BCCI T20 বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা করবে এবং স্পষ্টতই কিছু বিশেষ খেলোয়াড়ের নির্বাচন ঘনিষ্ঠ নজরে রাখা হবে। তাঁদের মধ্যে একটি বড় নাম হল রিঙ্কু সিং (Rinku Singh)। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং একজন শক্তিশালী ফিনিশার। কিন্তু তিনি কি টিম ইন্ডিয়াতে জায়গা পাবেন? বর্তমানে এটা কঠিন মনে হচ্ছে।

উল্লেখ্য যে, ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় ২ জুন থেকে শুরু হবে T20 বিশ্বকাপ ২০২৪। এই বিশ্বকাপের জন্য, ১ মের মধ্যে ২০ টি দলকে তাদের স্কোয়াড ঘোষণা করতে হবে এবং ICC-তে পাঠাতে হবে। যদিও এর পরেও, প্রয়োজনে দলে পরিবর্তন আনা যেতে পারে। তবে ১ মে যে স্কোয়াড পাঠানো হবে তা থেকেই সবকিছু পরিষ্কার হবে যে টিমে কে কে জায়গা পাচ্ছেন।

Will Rinku really not be in Team India in T20 World Cup.

ফিনিশারের লড়াই: গত কয়েক সপ্তাহ ধরে, দল নির্বাচন নিয়ে সবচেয়ে বড় আলোচনা ছিল বিরাট কোহলির জায়গা নিয়ে। কিন্তু কোহলি IPL-এ তাঁর শক্তিশালী পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা PTI-এর প্রতিবেদন অনুসারে, নির্বাচক কমিটি ২০ জন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছে। যার মধ্যে ১৫ জনের একটি স্কোয়াড তৈরি করা হবে। এর মধ্যে কয়েকটি জায়গার জন্য সবচেয়ে কঠিন প্রতিযোগিতা রয়েছে। যার মধ্যে রয়েছে যেখানে ফিনিশারের স্থান। যদিও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এক্ষেত্রে এগিয়ে থাকলেও তাঁর ব্যাকআপ কে হতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: আমেরিকাও ভারতের পিছনে! এই ক্ষেত্রে বিশ্বে প্রথম দু’টি স্থান দখল করল স্বদেশী কোম্পানিগুলি

রিঙ্কুর জন্য বড় চ্যালেঞ্জ: আর এখানেই রিঙ্কু সিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত IPL মরশুমে নিজের ফিনিশিং দিয়ে সবাইকে অবাক করে দেওয়া রিঙ্কু। টিম ইন্ডিয়াতে অভিষেকের পরেও একই পারফরম্যান্স দেখিয়েছিলেন। এমন পরিস্থিতিতে, বিশ্বাস করা হয়েছিল যে তিনি অবশ্যই টিম ইন্ডিয়াতে জায়গা পাবেন। একটাই প্রশ্ন ছিল তিনি প্লেইং-১১-এ আসতে পারবেন কি না। এখন পরিস্থিতি পাল্টেছে। IPL ২০২৪-এ, চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শিবম দুবে তাঁরা ধারাবাহিক ব্যাটিংয়ের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দিয়েছেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং বিশেষজ্ঞ ও নির্বাচকদের ভাবতে বাধ্য করেছে।

আরও পড়ুন: ভারত সফরের আগে বড় ঝটকা খেলেন মাস্ক! ডুবল ২৪ লক্ষ কোটি টাকা

দুবে এখনও পর্যন্ত ৬ ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেট এবং ৬০ গড়ে ২৪২ রান করেছেন। পাশাপাশি, রিঙ্কু প্রায় ১৬৩ স্ট্রাইক রেটে ৮৩ রান করেছেন। এদিকে, আরেকটি বিষয় রয়েছে। মূলত, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের মধ্যেও চলছে প্রতিযোগিতা। ব্যাকআপ ওপেনার হিসেবে দু’জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচকরা যদি দু’জনকেই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন, তবে শিবম দুবে এবং রিঙ্কুর-এর মধ্যে একজনকে অন্তর্ভুক্ত করা হবে। আর এখানেই পথটা রিঙ্কুর জন্য একটু কঠিন হতে পারে। কারণ দুবেকে অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদিও, দুবে এই মরশুমে একবারও বোলিং করেননি। তবে, তাঁর মাঝারি গতি ধীর ক্যারিবিয়ান পিচে কাজে আসতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর