আগামীকাল থেকে টানা বৃষ্টি, ভাসবে পশ্চিম বাংলা ! বড়সড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকালেই এই সপ্তাহে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে বইতে পারে ঝোড়ো বাতাস।

Rain in India2 2.2e16d0ba.fill 650x500 1

মঙ্গলবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার থেকেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না।

২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।

সম্পর্কিত খবর