আবহাওয়ার খবর: পশ্চিমি ঝঞ্ঝা সরে গিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে, শীত প্রবেশ করছে বুধবার থেকেই

বাংলা হান্ট ডেস্ক : ডিসেম্বরের শুরুটা যেভাবে হয়েছিল শীত প্রেমীরা একেবারে নিশ্চিত ছিলেন এ বছর বোধহয় ঠান্ডাটা বেশ ভালই যাবে কিন্তু, মাঝে টানা প্রায় পুরো দিন ধরে যেভাবে পশ্চিমি ঝঞ্ঝার উদয় হয়েছে তার জেরে বঙ্গের শীত প্রবেশে বাধা পেয়েছে। এক দিকে শীতের জামা কাপড়গুলো দাও হাত পা ছাড়িয়ে নেওয়ার কোনও সুযোগ পাচ্ছে না অন্যদিকে আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে ফসলের ওপর।

চাষিদের কথায় বঙ্গের শীত ঢুকছে না আর তাই শীতকালীন ফসলের ফলন খুবই কম হচ্ছে কিন্তু এরই মধ্যে এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে সমস্ত পশ্চিমি ঝঞ্ঝার সরে গিয়ে ঠান্ডার আমেজ শুরু হবে রাজ্যে শুধু ঠান্ডাই নয় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।download 34

অর্থাত্ বুধবার থেকে যে রাজ্যে শীতকাল শুরু হচ্ছে তা এক প্রকার নিশ্চিত। জানা গিয়েছে বুধবার থেকে এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে তাই উত্তুরে হাওয়া বইবে এবং রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে উত্তর পশ্চিম থেকে যে শীতল হাওয়া রাজ্যে প্রবেশ করে তাতে বাধা না থাকায় এবং পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে ঠান্ডা পড়বে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী দুই দিন তার যে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে আশা করা যাচ্ছে। সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামতে পারে এমনটাই আশঙ্কা করা হয়েছে।

 

সম্পর্কিত খবর