আবহাওয়ার খবর: পৌষের মধ্য লগ্নেই সাময়িক বিদায় শীতের, বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে

বাংলা হান্ট ডেস্ক : যেভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে ছক্কা হাঁকিয়ে শীত ব্যাটিং করেছিল 31 ডিসেম্বর অবধি সেই দাপট অব্যাহত ছিল কিন্তু বুধবার অর্থাত্ নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমেছে। যদিও শীতের আমেজ ছিল না এমনটা বলা যায় না তাই তো নতুন বছরকে সাদরে গ্রহণ করতে শহরের বিভিন্ন প্রান্তে পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে। যেহেতু গত বছরের ডিসেম্বরে যে ঠান্ডার রেশ ছিল তা কিন্তু বছরের শুরুতে দেখা যায়নি।

তবে বুধবার শীত মোটামুটি অনুভূত হলেও বৃহস্পতিবার সকাল থেকে আর দেখা মিলছে না শীতের, আর তাই তো শীতপ্রেমীদের মন একটু হলেও খারাপ। মঙ্গলবার তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি ঘরে তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের থেকে পারদ না চড়লেও স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে।1 9d0yZgsY7ULpH9tgO4AihQ

তবে নতুন বছরের শুরুতেই যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ হাওড়া এবং সংলগ্ন কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। অন্যদিকে উত্তরের দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার। দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমনিতে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে আকাশ মেঘলা থাকার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পড়ছে বঙ্গে আর তাই তো ঠান্ডার দাপট খানিকটা হলেও কমেছে

সম্পর্কিত খবর