আবহাওয়ার চরম ভেলকি! বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গে আসছে অন্য দুর্যোগ, কী আপডেট দিল আবহাওয়া দপ্তর?

বাংলা হান্ট ডেস্ক: আজ প্রজাতন্ত্র দিবস। দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। গত সপ্তাহে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এই সপ্তাহেও বৃষ্টি হয়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন ২৬ শে জানুয়ারির সকালে কেমন থাকবে আবহাওয়া? ফের বৃষ্টি হাজির হবে নাতো। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের মনোরম পরিবেশ থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী আপাতত দুর্যোগের মেঘ কেটে গিয়েছে। আজ থেকে টানা ৩০ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ, উঁকি দেবে রোদ। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলা গুলির তাপমাত্রা আরও এক ডিগ্রি নামতে। তবে হাড় কাঁপানো শীত আপাতত না।

হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা। ৩১ জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ থেকে আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। তবে ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।
এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather winter7

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! এই দিন একসাথে ৩টি লটারি লাগতে চলেছে, খুশিতে আত্মহারা সকলে

দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সর্তকতা রয়েছে। তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা। ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত। আগামী ৪৮ ঘণ্টা মালদহ এবং দুই দিনাজপুরে কোল্ড পরিস্থিতি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর