মাঘ মাসে ফিরে আসবে শীত না বৃষ্টি, কি জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ  পৌষ সংক্রান্তির পর থেকেই বাড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা। রাতে খানিক শীত লাগলেও সকালের তাপমাত্রা মাঘ মাস নয় এই ভ্রম আপনাকে দিতেই পারে। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গত কালও তাপমাত্রা ছিল কাছাকাছি ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। খুব ধীরে হলেও ক্রমশ বাড়ছে তাপমাত্রা।

kolkata winter 28 1511843959

আলিপুর আবহাওয়া দপ্তর  জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারনেই এই তাপমাত্রার বেড়ে যাওয়া। পশ্চিমী ঝঞ্ঝাই শীত নিয়ন্ত্রণ করে। কিন্তু এই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খামখেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা। শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । কিন্তু আবহাওয়া বিদরা মনে করছেন, আর ফিরবে না শীত। ফিরলেও সেই ইনিংস হবে অনেকটাই মন্থর।

পূর্বাভাস, সোমবার এবং মঙ্গলবার সন্ধের পর পারদ খানিক নামতে পারে। তবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।তবে তাপমাত্রায় তেমন কোনো প্রভাব পরবেনা বলেই মনে করছে ওয়াকিবহল মহল। শীত কি তবে বিদায় নিল ? শহর জুড়ে এখন একটাই প্রশ্ন

সম্পর্কিত খবর