উইজডেনের সর্বকালের সেরা ভারতীয় একাদশে চমক, অধিনায়কত্ব পেলেন না ধোনি বা সৌরভের কেউই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেটের বাইবেল নামে পরিচিত কোন ম্যাগাজিন? ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই সহজ প্রশ্ন। সেই বিখ্যাত ম্যাগাজিন উইজডেন এবার ভারতের সর্বকালের সেরা একদিনের আন্তর্জাতিক দল নির্বাচন করেছে। এই ওডিআই একাদশে চমক হল একটাই। এই একাদশে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বা অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে উইজডেন এই দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়নি। তারা শুধুমাত্র ক্রিকেটার হিসাবেই রয়েছেন।

উইজডেন সচিন টেন্ডুলকারের সাথে বীরেন্দ্র সেওবাগ-কে ওপেন করার সুযোগ দেননি। বরং তারা বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দলে রেখেছে। ভারতের সবচেয়ে সফল ওডিআই ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাখা হয়েছে তিন নম্বরে। বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে চার নম্বরে রেখেছে তারা। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে রয়েছেন ভারতের একদিনের ক্রিকেটের হিসাবে সবচেয়ে সফল অলরাউন্ডার এবং ম্যাচ উইনার যুবরাজ সিং। ছয় নম্বরে রয়েছেন উইকেটরক্ষক তথা ফিনিশার এমএস ধোনি।

kapil dev 2

উইজডেন কপিল দেবকে ভারতের সর্বকালের সেরা ওডিআই দলের অধিনায়ক হিসাবে মনোনীত করেছেন যিনি রয়েছেন ব্যাটিং অর্ডারে সার নম্বরে। তার অধিনায়কত্বে ১৯৮৩ সালে ভারত প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে হরভজন সিং এবং অনিল কুম্বলেকে স্পিনার হিসেবে এই একাদশে রাখা হয়েছে। একই সঙ্গে ফাস্ট বোলিং বিভাগে জাহির খান ও জাভাগাল শ্রীনাথকে বেছে নিয়েছে উইজডেন। গোটা প্রথম একাদশটি নীচে তুলে ধরা হল।

রোহিত শর্মার [৯২০৫* রান ও ২৯* সেঞ্চুরি]
সচিন টেন্ডুলকার [১৮৪২৬ রান এবং ৪৯ সেঞ্চুরি]
সৌরভ গাঙ্গুলি [১১২২১ রান এবং ২২ সেঞ্চুরি]
বিরাট কোহলি [১২২৯৩* রান এবং ৪৩* সেঞ্চুরি]
যুবরাজ সিং [৮৬০৯ রান, ১৪ সেঞ্চুরি, ১১০ উইকেট]
এমএস ধোনি (উইকেটরক্ষক) [১০৫৯৯ রান এবং ৯ সেঞ্চুরি]
কপিল দেব (অধিনায়ক) [৩৭৮৩ রান, ১ সেঞ্চুরি, ২৫৩ উইকেট]
হরভজন সিং [২৬৫ উইকেট]
জাহির খান [২৬৯ উইকেট]
অনিল কুম্বলে [৩৩৪ উইকেট]
জাভাগাল শ্রীনাথ [৩১৫ উইকেট]

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর