করোনা আক্রান্তদের সংখ্যায় চিনকে পিছনে ফেলল ভারত! এখন বিশ্বে ১২ নম্বর স্থানে আছি আমরা!

বাংলা হান্ট ডেস্কঃ দেশে লকডাউনের মামলা লাগাতার বেড়েই চলেছে। লকডাউনের পরেও দেশে কমছে না সংক্রমিতদের সংখ্যা। তাজা পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৭১২ হয়ে গেছে। মোট করোনা আক্রান্তের মামলায় এবার চিনকে (China) পিছনে ফেলল ভারত (India)। করোনায় আক্রান্তের মামলায় ভারত বিশ্বের ১২ নম্বর স্থানে আছে। বিগত কয়েকদিনের পরিসংখ্যান দেখলে ভারতে করোনার প্রকোপ দ্রুত গতিতে বেড়ে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। প্রথমে যেখানে রোজ ১ হাজার থেকে ১২০০ মামলা সামনে আসত, এখন সেটি বেড়ে ৩ হাজার থেকে ৪ হাজার হয়ে গেছে।

corona 30

গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি সবথেকে বেশি আক্রান্ত হয়েছে করোনায়। গুজরাট থেকে আজ নতুন করে ৩৪০ টি মামলা সামনে এসেছে। গুজরাটে মোট মামলা বেড়ে ৯ হাজার ৯৩২ হয়েছে। আর আজ গুজরাটে ২০ জনের মৃত্যুর পর মোট ৬০৬ জনের মৃত্যু হল করোনায়। শুধুমাত্র আহমেদাবাদ থেকেই বিগত ২৪ ঘণ্টায় ২৬১ টি নয়া মামলা সামনে এসেছে। শুধু আহমেদাবাদ থেকে ৭ হাজার ১৭১ টি মামলা সামনে এসেছে।

আরেকদিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের সংখ্যা ৩০ হাজার ছুইছুই। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তদের সংখ্যা হল ২৯ হাজার ১০০। আজ নতুন করে রাজ্যে ১ হাজার ৫৭৬ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। আজ ৪৯ জনের ম্রত্যুর সাথে সাথে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮।

তামিলনাড়ুতে আজ ৪৩৪ জনের মধ্যে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাজ্যে মোট করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১০৮। আরেকদিকে দিল্লীতে আজ ৪২৫ জনের মধ্যে নতুন করে সংক্রমণ পাওয়া গেছে। দিল্লীতে মোট আক্রন্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৯৫।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর