দুর্দান্ত খবর! এই রেশন কার্ডেই হবে বাজিমাত! এবার রান্নার গ্যাসের জন্য এক টাকাও নেবে না সরকার

বাংলাহান্ট ডেস্ক : এবার গ্যাস সিলিন্ডার (Liquified Petroleum Gas) কেনার জন্য আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার (Cylinder)। শুধুমাত্র রেশন কার্ড (Ration Card) থাকলেই পেয়ে যাবেন এই অসাধারণ সুবিধা। রেশন কার্ড থাকলে বছরে দশটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন বিনামূল্যে।

এমনই বড় ঘোষণা করল মিলিত দলের জোট।লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারের (Liquified Petroleum Gas Cylinder) দাম কিছুটা কমায়। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৯ টাকায়। সিলিন্ডারের ভর্তুকি বাবদ সরকারের পক্ষ থেকে সাধারণ গ্রাহকদের ৭৯ টাকা ও উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ৩৮০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

আরোও পড়ুন : চিন্তা কমল আমজনতার! মূল্যহ্রাস পেট্রোল, ডিজেলের; জ্বালানির দাম কোথায় কত?

লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজস্থানের মতো বাংলার মানুষদের ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। সর্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা বলেছেন, বিজেপি সরকার সাধারণ মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিয়ে দেখাক।

আরোও পড়ুন : শুধু একটা SMS, হাতে আসবে ভোটার লিস্ট! দেখুন, আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন বাড়ি থেকেই

এর সাথে অভিষেক আরো জানান, গোটা ভারতে ইন্ডিয়া জোট জিতলে প্রতি পরিবারকে দশটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসলে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে প্রতিবছর দশটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেবে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত ইশতেহারে রান্নার গ্যাসের কথা বলা হয়েছে।

lpg rule

সেখানে বলা হয়, যদি দেশ থেকে বিজেপি সরকার হটিয়ে সাধারণ মানুষ ইন্ডিয়া জোট সরকারকে ক্ষমতায় আনেন, তাহলে শুধু ভর্তুকির মধ্যে সীমাবদ্ধ নয়, বিপিএল তালিকাভুক্ত পরিবারের কাছে বিশেষ রেশন কার্ড থাকলে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রতি বছর দশটি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বিপিএল তালিকাভূক্ত পরিবারগুলোকে সম্পূর্ণ বিনা পয়সায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর