চিকিৎসকরা হতবাক! পিরিয়ডের সময় মহিলার চোখ থেকে ঝরছে রক্ত, জানুন এই বিরল অবস্থা সম্বন্ধে

বাংলাহান্ট ডেস্কঃ  চিকিৎসা ক্ষেত্রে এবার এক বিরল ঘটনা ( rare medical case ) হতবাক করেছে ডাক্তারদের, একজন মহিলা জানিয়েছেন যে পিরিয়ডের সময় তার চোখ থেকে রক্তক্ষরণ ( bleeding ) হচ্ছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্য। সম্প্রতি চন্ডীগড়ের একটি হাসপাতালের জরুরি বিভাগে চোখ দিয়ে লাল অশ্রু ঝরা অবস্থায় গিয়েছিলেন ২৫ বছর বয়সী এই বিবাহিত মহিলা। তবে বিস্ময়কর ব্যাপার হল তিনি কোনও ব্যথা বা অস্বস্তিতে অনুভব করছিলেন না তার জন্য। চিকিৎসকদেরকে জানিয়েছেন যে বিগত মাসেও তিনি একই জিনিসটি অনুভব করেন।

8 8 427x246 1

এমনকি ওই মহিলা চোখ দিয়ে রক্তপাতের মূল কারণ নির্ধারণের জন্য অনেকগুলি পরীক্ষা-নিরীক্ষাও করেছেন বলে জানান। তবে সমস্ত রিপোর্টই স্বাভাবিক আসছে তার। এমনকি চোখে কোনও আঘাতও ছিল না, পাশাপাশি চোখ দিয়ে রক্তক্ষরণের ঘটনা তার পরিবারের মধ্যে কারোরই নেই বলে জানান তিনি।

women

তাহলে চোখ দিয়ে এমন রক্তক্ষরণের প্রকৃত কারণ কি ?

চিকিৎসা ক্ষেত্রে এই অভিনব কেসটি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরে, চিকিৎসকরা বুঝতে পারেন যে , কেবল পিরিয়ডের ( Menstruation ) সময় মহিলার চোখ দিয়ে রক্ত ​​ঝরছে। মহিলার একাধিক পরীক্ষার পরে, তা থেকে প্রাপ্ত রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, এই বিরল অবস্থাটি ‘ওকুলার ভিকারিয়াস ঋতুস্রাব’ ( Ocular Vicarious Menstruation ), যার কারণে পিরিয়ডের সময় জরায়ু ছাড়াও অন্য অঙ্গগুলি থেকে রক্তক্ষরণ হয়। যেমন- ঠোঁট, চোখ, ফুসফুস, পেট এবং নাক থেকেও রক্তপাত হতে পারে। মহিলার ক্ষেত্রে তা চোখ।

মহিলাটির এই বিরল সমস্যা সনাক্ত করার পর, ব্রিটিশ মেডিকেল জার্নালে ( British Medical Journal )  তার কেসটি তুলে ধরা হয়েছিল, সেখানে লেখকরা ব্যাখ্যা করেছেন যে ঋতুস্রাবের সময় হরমোনীয় পরিবর্তনগুলি, শরীরের অন্যান্য অঙ্গগুলির মধ্যেও কীভাবে ‘ভাস্কুলার ব্যাপ্তিযোগ্যতা’র ( vascular permeability ) মাধ্যমে প্রভাবিত করে, যার ফলে এমন রক্তপাত হয়।

সম্পর্কিত খবর